কালো চশমা পরেই শেষ বিদায় নিলেন ডিস্কো কিং!
Connect with us

দেশের খবর

কালো চশমা পরেই শেষ বিদায় নিলেন ডিস্কো কিং!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গলবার কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্য তথা দেশ হারিয়েছিল সঙ্গীত জগতের দুই কিংবদন্তিকে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার হাসপাতালে প্রয়াত হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর রাত এগারোটা নাগাদ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী।

বুধবারই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন ডিস্কো কিং। শেষবারের মতো নিজের বাড়ি থেকে বেরোনোর আগে শেষবারের মতো দেখতে বাপ্পি লাহিড়ীর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অগণিত সঙ্গীতপ্রেমী ও ভক্তরা। কন্যা রেমা ও পুত্র বাপ্পার কাঁধে চেপেই বাড়ি থেকে বের হলেন ভারতীয় সঙ্গীতজগতের কিংবদন্তি। সকলের কান্না এবং চোখের জলে ভিজে গিয়েছিল বাড়ির উঠোন। তাঁর কন্ঠ এবং মননকে যেমন সুর থেকে আলাদা করা যায়নি, তেমনই সারা জীবন তাঁর শরীর থেকে সরানো যায়নি সাধের সোনার গহনা এবং সেই বিখ্যাত কালো চশমা। তবে শেষ যাত্রায় তাঁর শরীরে সোনার গহনা না থাকলেও চোখে কালো চশমাটা ছিল। ফুল দিয়ে সুসজ্জিত শববাহী গাড়িতে করেই বাপ্পি লাহিড়ীর নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় পবন হংস শ্মশানে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। গাড়ির মাথায় ছিল বাপ্পির হাসিমুখের ছবি। তাঁর শেষ যাত্রায় অংশ নিতে হাজির ছিলেন অজস্র মানুষ।

মঙ্গলবার ১১ টা নাগাদ ক্রিটি কেয়ার হাসপাতালে ওএসএ (obstructive sleep apnea)- এর কারণেই মৃত্যু হয় বাপ্পি লাহিড়ীর। ১৯৭০-৮০ এর দশকে গোটা বলিউড মেতে উঠেছিল তাঁর সুরের জাদুতে। আজও তাঁর সুরে সম্মোহিত গোটা দেশ। ডিস্কো ডান্সার থেকে শুরু করে শরাবি, জখমী, চলতে চলতে-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় গান গেয়েছেন তিনি। গান গেয়েছেন বাংলাতেও। ‘অমর সঙ্গী’ সিনেমার ‘চিরদিনই তুমি যে আমার’ গান অল টাইম হিট। সেই সব গান আজও সমানভাবে জনপ্রিয়। আজও সকলের মুখে মুখে ফেরে। জেনারেশন ওয়াইয়ের পার্টি এবং সেলিব্রেশনে হালফিলের আইটেম নাম্বারের সঙ্গে আজও সমানভাবে পাল্লা দিয়ে বাজে বাপ্পি দার গাওয়া এবং সুর করা জনপ্রিয় ডিস্কো মিউজিক গুলো। ২০২০ সালে ‘বাগি ৩’ সিনেমায় শেষবারের মতো গান করেছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে তিনি মুম্বই পাড়ি দিয়েছিলেন। ১৯৭৩ সালে ‘নানহা শিকারী’ ছবিতে তিনি প্রথম সঙ্গীত নির্দেশনা করেন। এরপরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘ডিস্কো ডান্সার’ তাকে খ্যাতি ও জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। এবার থেমে গেল ডিস্কোর সেই সুর।

Advertisement