কাছে-দূরে ভ্রমণে ট্রেনের ভিতরেই মিলবে 'ডাইনিং'এর সুবিধা, কোন ট্রেনে জানুন
Connect with us

ভাইরাল খবর

কাছে-দূরে ভ্রমণে ট্রেনের ভিতরেই মিলবে ‘ডাইনিং’এর সুবিধা, কোন ট্রেনে জানুন

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারতের প্রথম এই ট্রেনে ‘ডাইনিং কার’ চালু হল। ইউরোপ-সহ বিশ্বের বেশিরভাগ উন্নত দেশে চলন্ত ট্রেনেই খাওয়া দাওয়ার জন্য আলাদা ‘ডাইনিং কার’ থাকে। যেখানে হালকা থেকে ভারী খাবার পাওয়া যায়। ফলে চলন্ত ট্রেনেই রেস্টুরেন্টের মজা পাওয়া যায়।

ভারতীয় রেলের কোনও দূরপাল্লার বা স্বল্পপাল্লার ট্রেনে এই ধরণের সুবিধা ছিল না এতদিন ধরে। এবার সেটাই চালু হল। প্রায় কিংবদন্তির পর্যায়ে পৌঁছে যাওয়া ‘ডেকান কুইন’ এক্সপ্রেসের (12123 / 12124 Deccan Queen) সঙ্গে যুক্ত হয়েছে একটি অত্যাধুনিক ‘ডাইনিং কার’। যেখানে ৪০ জন যাত্রী একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবেন।

মুম্বই থেকে পুনের মধ্যে চলাচলকারী ডেকান কুইন এক্সপ্রেস চালু হয়েছিল সেই স্বাধীনতার আগে। ১৯৩০ সালের ১ জুন এই দুই শহরের মধ্যে ট্রেনটি চলাচল শুরু করে সেই ব্রিটিশ আমলে। এরপর এই ট্রেনের মুকুটে যুক্ত হয়েছে অনেক পালক।

Advertisement

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় মিয়া খলিফা! স্ত্রীর মান ভাঙাতে স্বামীর পকেট থেকে খসল লক্ষাধিক টাকা

যেমন এটিই ভারতের প্রথম কোনও দূরপাল্লার ট্রেন, যা ইলেকট্রিক ইঞ্জিনে চলেছিল। আবার এটিই ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেনের তকমা পেয়েছিল। আবার এই ঐতিহ্যবাহী ট্রেনেই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য একটি নির্দিষ্ট কামরা সংরক্ষিত হয়েছিল। এবার এই ট্রেনেই যুক্ত হল একটি রেস্টুরেন্ট বা ডাইনিং কার।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে পুনের মধ্যে প্রতিদিন চালু এই ডেকান কুইন এক্সপ্রেসের কামরা সম্প্রতি এলএইচবি রেক দেওয়া হয়েছে। তবে ট্রেনটির ঐতিহ্য ও গুরুত্বের কথা মাথায় রেখে এর বাইরে সাজসজ্জা ও রঙে এক অন্য মাত্রা দেওয়া হয়েছে।

Advertisement

গাঢ় লালের সঙ্গে সবুজের সমারোহে ট্রেনটির ডিজাইন বেশ রাজকীয়। তবে ১৬ কোচের নতুন এই এলএইচবি রেকে সবচেয়ে আকর্ষণীয় কোচ হল ‘ডাইনিং কার’। এতে ৪০ জন যাত্রী বসে আহার করতে পারবেন।

ট্রেনটির ঐতিহ্য বজায় রেখে সুদৃশ্য কাঠের চেয়ার-টেবিল দেওয়া হয়েছে এই ডাইনিং কারে। পাশাপাশি একটি অত্যাধুনিক মডিউলার কিচেন রয়েছে এরসঙ্গে। ডাইনিং কারে বেশ বড় বড় স্বচ্ছ কাঁচের জানলা রয়েছে, ফলে যাত্রীরা সুস্বাদু গরম খাবারের সঙ্গে বাইরের মনোরম দৃশ্যও উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: বেড়াতে গিয়ে নদীর জলে আইফোন, ১০ মাস পর মালিকের কাছে ফিরে এল অক্ষত ফোন

Advertisement

পাশাপাশি এই ট্রেনে একটি ভিস্তাডোম কোচও যুক্ত আছে। মুম্বই ও পুনের মধ্যে এই ট্রেনটি পাহাড়ি পথে চলাচল করে, তাই বাইরের মনোরম দৃশ্য দেখার জন্য যাত্রীদের কাছে বেশ জনপ্রিয় এই ডেকান কুইন এক্সপ্রেস। এবার চলন্ত ট্রেনেই ডাইনিং কার যুক্ত হওয়ায় আরও চাহিদা হবে টিকিটের এ কথা বলাই বাহুল্য। 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.