ফের বিস্ফোরক মন্তব্য দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর
Connect with us

বাংলার খবর

ফের বিস্ফোরক মন্তব্য দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বিস্ফোরক দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। শুক্রবার তৃণমূলের নাগরিক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ’র হুঁশিয়ার, ‘বিজেপি নেতারা কোচবিহারে কোথাও রাজ্য ভাগের কথা বললে তাঁরা হাঁটু আস্ত নিয়ে ফিরতে পারবেন না।’

পাশাপাশি তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভার নামেও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বিজেপি বিধায়কও পালটা আক্রমণ শানান। তাঁর বক্তব্য, ‘যে নেতা দিনহাটার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, তাঁর মুখে এসব মানায় না।’ সম্প্রতি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আয়োজিত চিলা রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। সেই প্রসঙ্গে উদয়নবাবুর এমন মন্তব্য বলেই মনে করা হচ্ছে।

পাশাপাশি উদয়নবাবুর বক্তব্য, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার একশো টাকার নোট তৈরি করেছে পেট্রোল কেনার জন্য। দু’শো টাকার নোট তৈরি করেছে সরিষার তেল কেনার জন্য। টাকা দেওয়ার নাম করে নোটবন্দি করেছিল কেন্দ্রীয় সরকার। নাগরিক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রং না দেখে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিচ্ছেন। কাজেই সবাই যেন তৃণমূলকে ভোট দেন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূল জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী, তুফানগঞ্জের প্রাক্তন বিধায়ক ফজলে করমি মিয়াঁ সহ আরও অনেকে।

Advertisement