বাংলার খবর
গরমের ছুটি বৃদ্ধি নিয়ে শুভেন্দুর উল্টো পথে দিলীপ ঘোষ, সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দু’দিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। তারপর থেকেই পাস করানোর দাবিতে রাজ্যের একাধিক জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা। সেই নিয়ে এবার রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তাথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে প্রাতঃভ্রমণ এবং চা চক্রে যোগ দিয়ে উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের দাবিকে সমর্থন জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘স্কুলের ছেলেমেয়েরাই আন্দোলন করছে৷ তারা জানে বন্ধুরা পড়াশোনা না করেও ৮০-৯০ শতাংশ নম্বর পেয়ে গিয়েছে৷ অথচ আর একপক্ষ ফেল করেছে৷ এ কী ধরনের মগের মুলুক চলছে৷’
অপরদিকে, রাজ্যের স্কুল-কলেজে গরমের ছুটি ২৬ জুন অবধি বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বিরোধিতা শুভেন্দু অধিকারী করলেও রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সঠিক বলেই জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। তবে আগে থেকে গরমের ছুটি ঘোষণার সিদ্ধান্তের বিরোধীতা করেছেন তিনি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, ‘এখন ছুটি দেওয়া সত্যিই দরকার। যা গরম, মানুষ অসুস্থ হয়ে পড়ছে৷ মারাও যাচ্ছে৷ কিন্তু যখন বৃষ্টি হচ্ছিল, তখন আগাম ১৫ দিন আগে কেন ছুটি দেওয়া হল? উত্তরবঙ্গে তো গরমই পড়লই না। বৃষ্টি হচ্ছে৷ চিন্তাভাবনা না করে, কারও সঙ্গে কথা না বলে যদি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে খুবই খারাপ৷ দু’বছর ধরে ছেল-মেয়েদের স্কুল বন্ধ৷ স্কুলে যাওয়ার অভ্যাস চলে গিয়েছে৷ পড়াশোনাও ভুলে গিয়েছে। তাই আগেভাগেই ছুটি ঘোষণা করে দেওয়াটা ঠিক হয়নি।’ উল্লেখ্য স্কুল-কলেজে গরমের ছুটি ২৬ তারিখ পর্যন্ত বাড়ানোর সরকারি ঘোষণার পরই, তা নিয়ে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছিলেন, মিড-ডে মিলের টাকা আত্মসাৎ করার উদ্দেশেই এই ছুটি বৃদ্ধি। তবে এদিন রাজ্য সরকারের গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে শুভেন্দুর উল্টো পথেই হাঁটলেন দিলীপ ঘোষ।
মঙ্গলবার প্রাতঃভ্রমণ শেষে খড়্গপুরের পুরাতন বাজার এলাকায় ইন্দা থেকে কৌশল্যা যাওয়ার জন্য রেলের নবনির্মিত আন্ডারপাসও ঘুরে দেখেন সাংসদ। পাশাপাশি রেলকর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। সেইসঙ্গে রাজ্যের শাসক দলকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। কিছুদিন আগেই রীতিমতো চিঠি দিয়ে দিলীপ ঘোষকে প্রকাশ্যে মুখ খুলতে নিষেধ করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। রাজ্যে দলের বিরোধী দলনেতা যখন গরমের ছুটি বাড়ানোর নিয়ে রাজ্য সরকারের বিরোধিতায় সরব হলেন, তখন সরকারের সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নতুন করে দলের অস্বস্তি যে দিলীপ ঘোষ বাড়িয়ে দিলেন, তা আর বলার অপেক্ষা রাখে না।।