বাংলার খবর
‘সৌগত বাবু সহ সকলের সৎবুদ্ধি, সৎ সাহস হোক, সত্য কথা বলার সাহস হোক’: দিলীপ ঘোষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলা নববর্ষের প্রথম দিনে নিউটাউন EcoPark-এ প্রাতঃভ্রমণে এসে ফের শাসক দলের বিরুদ্ধে আক্রমণাত্মক সুর শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি Dilip Ghosh-এর গলায়।
শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে এসে তৃণমূলের বর্ষীয়াণ সাংসদ সৌগত রায়ের হাঁসখালির ঘটনা নিয়ে মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সৌগত বাবু সহ সকলের সৎবুদ্ধি, সৎ সাহস হোক, সত্য কথা বলার সাহস হোক। পশ্চিমবঙ্গে এগোচ্ছে অনেকেই চোখ বন্ধ করে নিয়েছে, যে পার্টিতে আছেন বলা মুশকিল, যারা জেতালো তাদের দুঃখ কষ্ট দেখে পাশে থাকা উচিত ও সত্য স্বীকার করা উচিত।”
এদিন কামারহাটির বিধায়ক মদন মিত্রকে নিয়েও সুর চড়ান তিনি। দিলীপ ঘোষ বলেন, ”কে সৎ পাত্র, কে অসৎ পাত্র, কে তৃণমূল কে কি বলে তারাই জানে। যারা পার্টিকে গালাগালি দিচ্ছে তারাই মুখপাত্র হচ্ছে। একাধিক লোক আছে, যে পরিস্থিতে আছে তারাই ঠিক করতে পারছে না। পার্টি গাইডলাইন মানা সম্ভব হচ্ছে না।”
আরও পড়ুন: করোনা উদ্বেগ কাটিয়ে উৎসবে মুখরিত বাংলা, মন্দিরে-মন্দিরে পুণ্যার্থীদের ঢল
নন্দীগ্রামে দোলা সেনকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”সারা বাংলা জুড়ে ক্ষোভ বেরোচ্ছে, বেহালা পূর্বেও বিক্ষোভ দেখাচ্ছেন। অনেক নেতা ভয়ে বেরোচ্ছেন না, কেউ হসপিটালে কেউ অন্য কোথায় আশ্রয় নিয়েছে। কতদিন বাঁচবে মানুষকে জবাব দিতে হবে।”
আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরে ধরতে পারে ফাটল! সতর্ক করলেন বিশেষজ্ঞরা
তিনি আরও বলেন, ”নবর্ষের শুভেচ্ছা – সবাইকে শুভেচ্ছা জানাব অভিনন্দন জানাব।” দুই বছর করোনা, একবছর রাজনৈতিক হিংসা চলেছে। বাংলা পরিবর্তন করব তার দায়িত্ব নিতে হবে।” হাঁসখালিতে বিজেপির প্রতিনিধি দল এপ্রসঙ্গে তিনি বলেন, ”সরকার তারা বাঁচার চেষ্টা করছে, সত্য থেকে দূরে রাখার চেষ্টা করছে। আমরা সাধারণ মানুষের সাথে সাহস দেওয়া ও সত্য তুলে ধরা কাজ চলছে, টিম গেছে যাতে মানুষ মনে না করে কেউ নেই, কি ঘটেছে তা জানার দরকার আছে। কালীঘাটে স্কাইওয়াক নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ- তৃণমূলের নেতারা এখন মাটিতে হাঁটতে পারবেন না, পাবলিকের সামনে স্কাইওয়াক দিয়ে হাঁটতে হবে।”