বাংলার খবর
‘আমরা লাড্ডু খাব, ওনারা লজেন্স খাবেন’: দিলীপ ঘোষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের পাঁচ রাজ্যের নির্বাচনী ফল প্রকাশ হতেই পঞ্জাব বাদে গেরুয়া সুনামী সর্বত্র। একলাখেরও বেশি ভোট পেয়ে ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মসনদে বস্তে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে গেরুয়া বাহিনীকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিকে উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বসিত বাংলার বিজেপির নেতামন্ত্রীরা। এদিন তৃণমূলের ফল প্রসঙ্গে বলতে গিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পাঁচ রাজ্যের ভোটের ফল বেরোতেই এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরপ্রদেশ গিয়ে উল্টো পাল্টা হিন্দি বলে ওখানে অখিলেশের দোকান বন্ধ করে দিয়েছেন।”
আরও পড়ুন: নির্দল বিধায়কদের সমর্থনে গোয়ায় সরকার গঠনের পথে BJP,খাতা খুলতে ব্যর্থ তৃণমূল
উত্তরপ্রদেশে এদিনের নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাষাতেই কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। এদিন ডেবরাতে ঘাটাল সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরও জানান, মোদিজী চেয়েছিলেন’ কংগ্রেস মুক্ত ভারত, সেটা মানুষ বুঝেছেন। কংগ্রেসের যে পরিবারতন্ত্র রাজনীতি তা আস্তে আস্তে মুছে যাচ্ছে। ভারতবর্ষের যত দুর্নীতি, করাপশন বিচ্ছিন্নতাবাদ, এর জন্ম দিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন: হাইকোর্টের রায়ে খুলে দেওয়া হল বিশ্বভারতীর ছাত্রাবাস, এখনই আন্দোলন তুলছেন না পড়ুয়ারা
সাধারণ মানুষ যেমন দিল্লিতে এক্সপেরিমেন্ট করেছে আপকে দিয়ে ঠিক সেই রকমই পঞ্জাবেও সাধারণ মানুষ এক্সপেরিমেন্ট করছেন। গোয়ায় ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ”আমরা লাড্ডু খাব ওনারা লজেন্স খাবেন।”প্রসঙ্গত, সংখ্যা গরিষ্ঠ থেকে একটু দূরে আটকে গেলেও নির্দল বিধায়কের সমর্থন নিয়ে গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি (BJP)। গোয়ায় বিজেপির পাশাপাশি নজর ছিল তৃণমূল কংগ্রেসের (BJP) দিকেও। বাংলার পাশাপাশি গোয়া (Goa) নিয়েও যথেষ্ট আশা দেখিয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অনেক হেভিওয়েট নেতামন্ত্রীরা গোয়াতে বারবার প্রচারে গিয়েছেন। তবুও গোয়ায় ঘাসফুল ফোটাতে ব্যর্থ তৃণমূল।