রাজনীতি
‘কথাবার্তা বলার একটা সীমা থাকা উচিত’, দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আসানসোল-বালিগঞ্জ দুই কেন্দ্রে ভোটের ফল বেরোতেই ফের দলের মধ্যে অন্তর্দ্বন্ধ দেখা দিয়েছে BJP-তে। এই দুই কেন্দ্রে ব্যাপক ভরাডুবির পর যখন গেরুয়া বাহিনী একে অপরের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত তখন অর্জুন সিংয়ের পাট বাণ নিয়ে এবার সরব হতে দেখা গেল BJP-এর সর্বভারতীয় সহ সভাপতি Dilip Ghosh-কে।
বৃহস্পতিবার সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে আসেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং জুট শিল্পের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই প্রসঙ্গে তিনি বলেন, ”যদি সত্যি সত্যি জুটের উন্নতি হওয়া উচিত, ছোটো শিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতি বা শ্রমিকদের স্বার্থ রক্ষা করা উচিত ও কেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসেননি? তৃণমূলের লোকেরা কেন রাস্তায় নামেননি?”
আরও পড়ুন: সংঘাতে রাজ্য-রাজভবন, বাবুলের শপথ গ্রহণের ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল
তিনি বলেন, ”অর্জুন সিং যে প্রশ্ন তুলেছেন তার সমাধান করা উচিত। ত্রিপাক্ষিক বৈঠক হওয়া উচিত।” এদিন মুকুল রায়ের শুনানি প্রসঙ্গেও তিনি বলেন, ”হাইকোর্টে হচ্ছে বিধানসভায় হচ্ছে এগুলো প্রসেস।”
আরও পড়ুন: হাঁসখালি, বগটুইয়ের ঘটনা নিয়ে অস্বস্তিতে সরকার, দুই জেলার পুলিশ সুপার-জেলা শাসককে ধমক মুখ্যমন্ত্রীর
বুধবার নবান্নে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ”হাথরাস, উন্নাও হতে দেবো না”। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”পশ্চিম বাংলাকে হাঁসখালি ,রামপুরহাট হতে দেবেন। উত্তর প্রদেশ কেন যাবেন? কথাবার্তা বলার একটা সীমা থাকা উচিত। পাড়ায় পাড়ায় মহিলা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। তারপরে কোন মুখে কথা বলেন? যোগীরাজ্যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে মাটির তলা থেকে বার করে আনছে অপরাধীদের। দেখুন কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়। ৫০ কিলোমিটার পর্যন্ত বিএসএফকে ঢুকতে দেবেন না। এমনটাই কোচবিহারের এসপিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। সেই প্রশ্নে তিনি বলেন, ”উনি একবার করেছেন তার পরিণাম দেখেছেন। সেই জন্য হিসাব করে বলুন দেশদ্রোহিতা করতে গেলে পুরো দেশ তার বিরুদ্ধে লড়ে।”