বাংলার খবর
দিঘার হোটেলে আগুন, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ দিলেন পর্যটকরা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার সকালে হঠাৎই আগুন লেগে যায় নিউ দিঘার এক হোটেলে। প্রাণ বাঁচাতে হোটেলের কার্নিশ থেকে নিচে ঝাঁপ মারেন পর্যটকরা। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নিউ দিঘার হোটেল ভিক্টোরিয়ার দো’তলা থেকে হঠাৎই আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
তা দেখেই তড়িঘড়ি হোটেলের বাইরে বেরিয়ে আসেন কর্মীরা। দোতলায় আটকে থাকা কিছু পর্যটক প্রাণ বাঁচাতে ক্যালকনির রেলিং টপকে কার্নিশ থেকে নিচে ঝাঁপ মারেন। খবর পেয়ে দিঘা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। রামনগর থেকে আসে দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল। শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগে থাকতে পারে অনুমান করা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।