দেশের খবর
জ্বালানির ছেঁকায় জ্বলছে জনতা, ৪ মেট্রো শহরে সেঞ্চুরী হাঁকাল পেট্রলের দর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্বালানির জ্বালায় হাত পুড়ছে আমজনতার। টানা আটদিনে ৯বার বাড়ল তেলের দাম। বুধবার দেশের বাজারে তেলের দাম সেঞ্চুরী করল। এদিন দেশের চারটি বড় মেট্রো শহরেই ১০০ ছাড়াল তেলের দাম। বুধবার ৩০ মার্চ কলকাতায় পেট্রলের দাম ১১০.৫২ টাকা প্রতিলিটার (Petrol Diesel)। ডিজেলের দাম ৯৫.৪২ টাকা প্রতিলিটার। ২৯ মার্চ মঙ্গলবার কলকাতায় (Kolkata) পেট্রল ও ডিজেলের দাম হল, পেট্রল প্রতি লিটার ১০৯.৬৮ টাকা। সোমবার যা ছিল ১০৮.৮৫ টাকা। মঙ্গলবার (২৯ মার্চ) কলকাতার বাজারে ডিজেলের দাম ৯৪.৬২ টাকা। সোমবার এই তেলের দাম ছিল ৯৩.৯২ টাকা। এছাড়াও দেশের অন্যান্য শহরগুলিতেও বেড়েছে জ্বালানির দাম।
বুধবার মুম্বইতে (Mumbai Petrol Price) পেট্রলের দাম ১১৫.৮৮ টাকা প্রতি লিটারে। ডিজেলের দাম ১০০.১০ টাকা প্রতি লিটার। এদিকে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ছুঁয়েছে ১০১.০২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৯২.২৭ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রলের দাম ১০৬.৬৯ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম রয়েছে ৯৬.৭৬ টাকা প্রতি লিটার।
আরও পড়ুন: জ্বালানির দরে পকেটে টান, জেনে নিন আজকের পেট্রল-ডিজেলের দাম
অন্যদিকে, মঙ্গলবার ২৯ মার্চ বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রল এবং ডিজেলের দর। মুম্বইতে পেট্রলের দাম প্রতি লিটারে ১১৫.০৪ টাকা। ডিজেলের দাম ৯৯.২৫ টাকা। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটারে ১০৫.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯৬.০০ টাকা। বেঙ্গালুরুতে (Bengaluru) মঙ্গলবার পেট্রলের দাম রয়েছে ১০৫.৬২ টাকা। একই সঙ্গে এখানে ডিজেলের দাম ৮৯.৭০ টাকা। এদিকে সরকারের ক্রমাগত এই জ্বালানির দাম বৃদ্ধিতে কেন্দ্রের মোদি সরকারের পাঁচ রাজ্যের ‘ভোটের উপহার’ বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee সহ অন্যান্য বিরোধী দলের নেতারা।
আরও পড়ুন: সেনাবাহিনীর ছুটি নিয়ে খুব শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র
শুধু তাই নয়, লাগাতার এই জ্বালানির মূল্যবৃদ্ধিতে মঙ্গলবার শহর কলকাতা সহ জেলায়-জেলায় বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তৃণমূলের নেতামন্ত্রীরা। অবিলম্বে জ্বালানির দাম কমানোর দাবি জানান তাঁরা। সেই সঙ্গে কেন্দ্রের মোদি সরকার এবং বিজেপির বিরুদ্ধে একজোট হতে অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও বুধবার একটি লিখিত চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী Mamata Banerjee।