করোনার চতুর্থ ঢেউ কি শুরু হয়ে গেল? সতর্ক করল হু
Connect with us

আন্তর্জাতিক

করোনার চতুর্থ ঢেউ কি শুরু হয়ে গেল? সতর্ক করল হু

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের পাশাপাশি গোটা দেশেই আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। বিশ্বের একাধিক দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাহলে কি সত্যিই করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে? এই আশঙ্কার মধ্যেই এবার গোটা বিশ্বকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। সংস্থার প্রধান জানিয়েছেন, বিশ্বের ১১০ দেশে বাড়তে শুরু করেছে করনা।

টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন, ‘মহামারী পরিস্থিতি বদলেছে ঠিকই, কিন্তু করোনা শেষ হয়ে যায়নি। করোনা পরীক্ষা এবং জিনোম সিকোয়েন্সিং কমে যাওয়ায় করোনা সংক্রমণ চিহ্নিত করার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। সেইসঙ্গে নতুন কোনও ভ্যারিয়ান্ট আসছে কিনা সেই বিষয়টিও স্পষ্ট নয়। BA.4 এবং BA.5 এই দুই ভ্যারিয়ান্টের জন্য ১১০ দেশে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। সম্প্রতি বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ২০ শতাংশ। হু-এর অধীনস্থ ৬ অঞ্চলের মধ্যে তিনটিতেই মৃত্যুর হার বাড়তে শুরু করেছে।’

তিনি আরও জানিয়েছেন, হু-এর পক্ষ থেকে গত ১৮ মাসে ১২ বিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে। ঊর্ধ্বমুখে করোনা গ্রাফকে নিয়ন্ত্রণে আনতে প্রত্যেক দেশকে তাদের জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি। গ্যাব্রিয়েসাস বলেছেন, ‘এখনও কয়েকশো কোটি মানুষ করোনার টিকা পাননি। তার মধ্যে ১০ মিলিয়ন স্বাস্থ্য কর্মীও রয়েছেন। এখনও পর্যন্ত ৫৮ টি দেশ তাদের ৭০ শতাংশ জনগণকে টিকা দিতে সক্ষম হয়েছে।’

Advertisement

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। গত একদিনে করোনায় মারা গিয়েছেন ৩৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ২৫ হাজার ১১৬ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৫৫৫ জন। বর্তমানে দেশে পজিটিভিটি রেট ৪.১৬ শতাংশ।

দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২৪ জন। গত একদিনে রাজ্যে করোনায় মারা গিয়েছেন দু’জন। সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩৮৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৮৭ জন, হাওড়াতে ৭৭ জন এবং হুগলিতে ৬৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.