বাংলার খবর
মেয়ের সম্পর্কের কথা জানতেন না! অকপটে স্বীকারক্তি সুস্মিতার বাবার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে ঝড়। নেটমাধ্যমে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির ছবি প্রকাশ্যে আসার পরই দেশবাসী সেই নিয়ে শুরু করেছে চর্চা।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের বাবা সুবীর সেন জানিয়েছেন, প্রত্যেক দিনই মেয়ের সঙ্গে কথা হয়। বৃহস্পতিবারও হয়েছিল। দুই নাতনি কেমন আছে, জানতে চান ললিত। এর বাইরে বিশেষ কোনও কথাই নাকি হয়নি। তিনি জানতেন, বন্ধুদের সঙ্গে বিদেশ গিয়েছেন সুস্মিতা। লন্ডনে রয়েছেন। কিন্তু সেই ‘বন্ধু’ যে প্রাক্তন আইপিএলকর্তা ললিত, সে কথা সুবীর জানতেন না।
তাঁর কথায়, ‘বিয়ের সিদ্ধান্ত নিলে তো জানতেই পারব। কিন্তু এখনও পর্যন্ত কিছু জানি না।’ অন্যদিকে, এই বিস্যে মুখ খুলেছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। মুম্বই সংবাদ সংস্থাকে রাজীব বলেন, ‘‘এই খবর শুনে আমি হতবাক। এ বিষয়ে কিছু বলার আগে দিদির সঙ্গে কথা বলে সবটা জানতে হবে। যত ক্ষণ না দিদি ললিত মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আমাকে কিছু জানাচ্ছে, তত ক্ষণ এ নিয়ে আমি কিছু বলতে চাই না।’’
উল্লেখ্য, কিছুদিন আগেই প্রেমিক রোহমান শলের সঙ্গে নিজের বিচ্ছেদের খবর ঘোষণা করেছিলেন বলি ডিভা সুস্মিতা সেন। তবে দুজনের বিচ্ছেদের খবর আসার পরও বহুবার একসঙ্গে দেখা গিয়েছে তাদের। ২০১৮ সালে সুস্মিতা ও রোহমানের ডেটিং শুরু হয়। বি-টাউনের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবরে ভেঙে পড়েন অনুরাগীরা।