বাংলার খবর
ধূপগুড়িতে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড বাড়ি-দোকান!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও লোকালয়ে হাতির তাণ্ডব। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল তিনটি বাড়ি ও দোকান। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকায়। জানা গিয়েছে, রবিবার আনুমানিক রাত এগারোটা নাগাদ, সোনাখালীর জঙ্গল থেকে একটি দলছুট হাতি খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। এরপর বেশ কয়েক ঘণ্টা ধরে তান্ডব চালায়।
বাড়িঘর ভাঙচুর করে। ঘরে মজুত রাখা ধান খেয়ে ছড়িয়ে ছিটিয়ে দেয় হাতিটি। লোকালয় থেকে জঙ্গলে ফেরার পথে বিঘা তিনেক জমির ফসলও নষ্ট করেছে হাতিটি। গত সাত দিনে এই নিয়ে ওই এলাকায় তিনবার হাতির হানার ঘটনা ঘটলো। প্রতিবার হাতির আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ওই সমস্ত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাতি ঢোকার খবর বনদফতরকে জানানোর পরেও বনদফতর আসে না। কিছুদিন আগেও ওই এলাকাতেই বাইসনের হামলায় গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি।
স্থানীয়দের অভিযোগ, বনদফতরের তরফ থেকে এখনও পর্যন্ত ওই বাইসনের হামলার ঘটনার কোনও তদন্ত করা হয়নি। পরিস্থিতি এতটাই খারাপ যে ওই এলাকার বাসিন্দারা ভয়ে সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে পারছেন না। মূলত চাষবাস করেই চলে তাঁদের জীবন-যাপন। আর চাষের জমি এই ভাবে ক্ষতিগ্রস্ত হাওয়ায় মাথায় হাত তাঁদের। তবে বনদফতরের তরফ থেকে জানানো হয়েছে, লোকালয় বন্য জন্তু ঢুকে গেলে খবর পাওয়া মাত্রই বনদফতর সেখানে উপস্থিত হয়। যাঁরা বন্য জন্তুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকারি নিয়মে আবেদন করলে ক্ষতিপূরণ পেয়ে যাবেন।