বাংলার খবর
ডিজির হুঁশিয়ারি! জোর করে বনধ করলে কড়া ব্যবস্থা, খোলা থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবারের পৌর নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। বোনকে সফল করতে সকাল ৬ টা থেকে সন্ধ্যে ছটা অবধি রাজ্যের সমস্ত বিজেপি কর্মী সমর্থক রা রাস্তায় নামবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ বনধের মোকাবিলা ও প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব। ওই বৈঠকে ডিএম, এসপি, ডিজি, কমিশনাররা উপস্থিত ছিলেন। তারপরই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, জোর করে বনধ করার চেষ্টা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। ডিজি বলেছেন, ‘সোমবার সোমবার সমস্ত সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। জোর করে বনধ করানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ সেই সঙ্গে রবিবারের ভোটে বিরোধীদের তোলা অশান্তি, সন্ত্রাস, হিংসা, ভোট লুঠ, ছাপ্পা ভোট, বোমাবাজি, পুলিশি নিষ্ক্রিয়তা, মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডিজি।
তিনি দাবি করেছেন, ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটলেও রাজ্যের পৌরনির্বাচন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। বড় কোনও হিংসার ঘটনা ঘটেনি। ছোটখাটো ঘটনাগুলির জন্য রবিবার মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৭৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তৃণমূল এই বনধের সর্বাত্মক বিরোধিতা করছে, তা রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বিজেপির ডাকা বনধের আমরা বিরোধিতা করছি। সোমবার সমস্ত কিছু সচল থাকবে মানুষকে সমস্যায় ফেলে এমন কোনও কাজ বা কর্মসূচিকে আমরা সমর্থন করছি না। অর্থনীতিকে ধ্বংস করে মানুষকে সমস্যায় ফেলার এই বনধকে আমরা সমর্থন করছি না। যারা ভোটে কিছু করতে পারে না, তারা বনধ ডেকে রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে। কোনরকম অশান্তি পাকানোর চেষ্টা করল প্রশাসন তা কড়া হাতে মোকাবিলা করবে।’