বিনোদন
মাঝরাতে দেব ঝড় ‘খাদান’, পিছু ফেলল ‘পুষ্পা ২’কে! টিকিট বিক্রিতে বাজিমাত দেব-যীশুর জুটির
পুষ্পা ২-এর টিকিট বিক্রির সংখ্যাকে ছাপিয়ে ‘খাদান’-এর ঝুলিতে ইতিমধ্যেই ৫০০০ এর বেশি টিকিট বিক্রি হয়েছে, যেখানে ‘পুষ্পা ২’-এর সংখ্যা ৪০০০-এর কাছাকাছি
ডিজিটাল ডেস্ক : গতকালও যেখানে হল না পাওয়ার কারণে দুশ্চিন্তায় ছিলেন দেব, সেখানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুরো গল্পটাই বদলে দিল ‘খাদান’। অগ্রিম টিকিট বিক্রিতে এখন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষে এই ছবি। ‘পুষ্পা ২’-এর টিকিট বিক্রির সংখ্যাকে ছাপিয়ে ‘খাদান’-এর ঝুলিতে ইতিমধ্যেই ৫০০০ এর বেশি টিকিট বিক্রি হয়েছে, যেখানে ‘পুষ্পা ২’-এর সংখ্যা ৪০০০-এর কাছাকাছি।
দেব নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় এই সাফল্যের কথা জানিয়েছেন। তিনি লেখেন, “সকালে শোয়ের জন্য লড়াই করছিলাম, বিকেলের মধ্যেই ট্রেন্ডিংয়ে ‘খাদান’। মুক্তির আগেই ৫০০০ টিকিট বিক্রি হয়েছে, যা বাংলার জন্য প্রথম। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। ‘খাদান’ নতুন যুগের সূচনা করতে চলেছে।”
1st show #Khadaan 2am
This is the situation
Happy me
Will share the reviews too 🙏🏻 pic.twitter.com/3X902ejb6V— Dev (@idevadhikari) December 19, 2024
শুধু টিকিট বিক্রিই নয়, ‘খাদান’-এর প্রচারে গান ও ট্রেলারও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ছবির ‘কিশোরী’ গান ইতিমধ্যেই ২ কোটি ভিউয়ের কাছাকাছি, এবং এক দিনের মধ্যেই ট্রেলারের ভিউস অতিক্রম করেছে ৫ লক্ষেরও বেশি। দেব ও যীশু সেনগুপ্ত অভিনীত এই ছবি যে দর্শকদের মনে জায়গা করে নিতে চলেছে, তা একদিনের মধ্যেই স্পষ্ট। প্রচার থেকে শুরু করে নিজের লড়াই – দেবের এই প্রচেষ্টা যেন বাংলার ছবির নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
Contents
‘খাদান’ কেন এত বিশেষ?
‘খাদান’-এ বহু বছর পর নিজের পুরনো অবতারে ফিরেছেন দেব। ছবিতে তাঁর চরিত্র, দুর্ধর্ষ অ্যাকশন, এবং বাস্তবধর্মী গল্প ইতিমধ্যেই দর্শকদের আকৃষ্ট করেছে। যীশু সেনগুপ্তের সঙ্গেও দেবের এই প্রথম বড় পর্দার জুটি। তাঁদের অভিনয় এবং সিনেমার প্রাণবন্ত গান ও ট্রেলার ছবিটিকে এক আলাদা মাত্রা দিয়েছে।
‘খাদান’-এর গান ‘কিশোরী’ ইতিমধ্যেই প্রায় ২ কোটি ভিউ ছুঁয়ে ফেলতে চলেছে। অন্যদিকে, ছবির ট্রেলার মাত্র একদিনে ৫ লক্ষ ভিউস পার করে প্রমাণ করেছে, দর্শকের উন্মাদনা শীর্ষে।
এক দিনের সাফল্যে ইতিহাস গড়ার পথে ‘খাদান’
দেবের এই উদ্যোগ শুধু তাঁর পরিশ্রমকেই নয়, বাংলা ছবির প্রতি তাঁর গভীর ভালোবাসাকেও তুলে ধরেছে। কোনও উৎসবের মরশুম ছাড়াই মাত্র এক দিনে এমন বিপুল পরিমাণ টিকিট বিক্রি বাংলা ছবির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এমনকি দক্ষিণ ভারতের বড় বাজেটের ছবির সঙ্গেও সমানে টক্কর দিয়ে এগিয়ে যাওয়া ‘খাদান’-এর এই সাফল্য বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
‘খাদান’-এর সাফল্যের বার্তা
‘খাদান’-এর এই অভূতপূর্ব সাফল্য বাংলা ছবির প্রতি দর্শকদের বিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে। দেব নিজেই লড়াই করে দেখিয়েছেন, ইচ্ছাশক্তি আর প্রতিভা থাকলে কোনও প্রতিকূলতাই অপ্রতিরোধ্য নয়।