বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিনরাত পরিশ্রম করে রায়গঞ্জবাসীকে পরিষেবা প্রদান করে চলেছেন। যোগাযোগ রাখেন সব রকম মানুষের সাথে। নিচুস্তরের কর্মীরাও তাঁর ব্যবহারে যথেষ্ট খুশি। তিনি সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান। মানুষের বিপদের খবর পেয়ে ঝাঁপিয়ে পড়েন সবসময়।
গত বছর করোনা অতিমারীতে লকডাউনের সময় জীবনের ঝুঁকি নিয়ে একদিকে যেমন মানুষকে সচেতন করছেন অপরদিকে বিভিন্ন মানুষকে পরিষেবা দিয়েছেন। পরিষেবাকে প্রধান ধর্ম হিসেবে প্রাধান্য দিতে গিয়ে কয়েকদিন আগে নিজেই করোনা আক্রান্ত হয়েছেন সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়িতে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে আবার রায়গঞ্জ বাসীকে পরিষেবা দিন, এই কামনা করছে সমস্ত রায়গঞ্জবাসী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ