দেশের খবর
লুধিয়ানা আদালতে বিস্ফোরণে খালিস্তানী যোগ থাকতে পারে বলে অনুমান গোয়েন্দাদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার বিস্ফোরণে কেঁপে উঠেছিল লুধিয়ানা আদালত চত্বর। বিস্ফোরণের ধরণ দেখে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এই বিস্ফোরণে খালিস্তানী জঙ্গিদের হাত থাকতে পারে। সামনেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে পঞ্জাবকে অশান্ত করার একটা চেষ্টা করছে খালিস্তানী জঙ্গিরা।
তদন্ত করতে নেমে গোয়েন্দাদের সামনে এসেছে গগনদীপ সিঙের নাম। গগন দীপ সিং পঞ্জাব পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কিছুদিন আগে মাদক পাচারে অভিযুক্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন। গগনদীপ সিং এই বিস্ফোরণে আদালত চত্বরে নিহত হত। গোয়েন্দাদের অনুমান, খালিস্তানী জঙ্গিরা গগনদীপকে ব্যবহার করতে পারে। তাঁকে দিয়েই হয়তো এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
খালিস্তানী জঙ্গিদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই যোগের কথা অনেকদিন আগেই প্রমাণিত হয়েছে। খালিস্তানী জঙ্গিনেতা যসবিন্দর সিং আইএসআই মদতেই জার্মানিতে আত্মগোপন করে আছেন বহু দিন ধরে। কিন্তু তাঁর নেটওয়ার্ক পঞ্জাবে এখনও বর্তমান। তাদের মধ্যে অন্যতম হলেন হরবিন্দর সিং। এছাড়াও আরও কয়েকজন আছেন, যারা চোরাচালান কাজের সঙ্গে যুক্ত। এই চোরাচালান চক্রকে কাজে লাগিয়েই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।