ভাইরাল খবর
মাত্র ২২ বছর বয়সে ১৪৫ কোটি টাকার মালিক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চাকরি হারিয়েই ১৪৫ কোটি টাকার মালিক। চলতি বছরে সোশ্যাল মিডিয়ার ব্যাপক জনপ্রিয় টিকটক স্টার খাবি লেম। কথা না বলেও অঙ্গভঙ্গির মাধ্যমেও যে জনপ্রিয় হওয়া যায় তা নতুন করে প্রমাণ করেছেন খাবি। অনেকে তাকে চার্লি চ্যাপলিনের সঙ্গে তুলনা করেন। চ্যাপলিন যেমন কথা না বলেই কোটি কোটি দর্শকের মুখে হাসি ফোটাতেন, খাবিও ঠিক তেমনটাই করে থাকেন।
View this post on Instagram
২০০০ সালের ৯ মার্চ সেনেগালে জন্ম নেন খাবি লেম। পারিবারিক আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই খাবি ঢুকে পড়েন চাকরিতে। ইতালির তুরিন শহরে। একটা কোম্পানিতে মেশিন চালানোর কাজ। খুব খাটাখাটনি, অথচ বেতন খুবই অল্প। সেই চাকরিও চলে যায় মহামারিকালের লকডাউনে। অনেক অনুনয়–বিনয় করেও খাবি বাঁচাতে পারেননি তাঁর ছাপোষা চাকরিটা। তারপর থেকে মজার ভিডিও বানানোর কাজ শুরু করেন তিনি। আর সেই মজার ভিডিও তাঁকে জনপ্রিয় করে তুলেছে। ২২ বছরের খাবির ফলোয়ার ২০ কোটি।
শুরুতে তেমন ভিউ না হলেও ২০২০ সালের নভেম্বরে প্রথম তাঁর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে গড়ে ১০ লাখ নতুন ফলোয়ার পেতে শুরু করেন খাবি। ভক্তদের দাবির সঙ্গে তাল মিলিয়ে এরপর প্রতিদিন তিন থেকে চারটি ভিডিও পোস্ট করা শুরু করেন তিনি। জুলাই মাস আসতে না আসতেই খাবি টিকটকের সবচেয়ে বেশি অনুসারী পাওয়া পুরুষদের ভেতর দ্বিতীয় অবস্থানে চলে যান। মুখের ভঙ্গিমায় বানানো খাবির এসব ভিডিওর ভাষা বুঝতে বিশ্ববাসীর কোনো অসুবিধা হয়নি। বর্তমানে খাবির ফলোয়ার সংখ্যা ৭৮ লক্ষ ৫০ হাজার। একদিনে তাঁর এক একটি ভিডিওতে ভিউয়ার্স হয় প্রায় ১৫ লক্ষের ওপর।