গরমের ছুটিতে পরিবারের সঙ্গে ঘুরুন এই জায়গায়
Connect with us

লাইফ স্টাইল

গরমের ছুটিতে পরিবারের সঙ্গে ঘুরুন এই জায়গায়

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিল্লির তাপমাত্রা প্রতিনিয়ত বদল ঘটছে। শহরে বসবাসকারী বহু মানুষই এই সময়ে শীতের জায়গা বা ঠাণ্ডা আবহাওয়ায় এই ছুটি উপভোগ করতে চাইছেন। কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না। জেনে নিন-

১. সোলানঃ সোলান হিমাচল প্রদেশের একটি সুন্দর শহর। এটি ভারতের মাশরুম সিটি নামেও পরিচিত। গ্রীষ্মকালেও এখানকার তাপমাত্রা বেশ সুন্দর এবং শীতল থাকে। শহরের তাপ থেকে বাঁচতে এই জায়গাটি উপযুক্ত।

২. আউলিঃ আউলি একটি হিমালয় স্কি রিসর্ট এবং হিল স্টেশন। শীতকালে এখানে অনেক ধরনের শীতকালীন কার্যক্রম চলে। এমন নয় যে আপনি শুধু শীতকালেই এখানে যেতে পারবেন, গ্রীষ্মেও আপনি এখানে অনেক কাজ করতে পারেন। এই জায়গাটি পরিবারের সাথে উপভোগ করার জন্য উপযুক্ত।

Advertisement

৩. মণিকরণঃ মণিকরণ শিখদের একটি প্রধান তীর্থস্থান। এই স্থানটি শুধু তীর্থযাত্রীদের জন্যই বিখ্যাত নয়, পর্যটক ও ট্রেকারদের কাছেও বেশ বিখ্যাত। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা ১০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

৪. মুক্তেশ্বরঃ আপনি দিনের বেলা মুক্তেশ্বরে গরম অনুভব করতে পারেন তবে রাতে আবহাওয়া বেশ ভাল থাকে। এছাড়াও ৩৫০ বছরের পুরানো মুক্তেশ্বর ধাম মন্দির রয়েছে যেখানে আপনি পরিবার নিয়ে দর্শনের জন্য যেতে পারেন। শহরের ভিড় এবং দূষণ থেকে দূরে এই জায়গায় আপনি স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন। 

৫. লেহঃ লেহ সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। গ্রীষ্মকালে এখানে গড় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের বেলায় এখানকার তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এমন পরিস্থিতিতে আপনি যদি এখানে ঘোরাঘুরি করতে যান, তাহলে সঙ্গে গরম কাপড় রাখুন।

Advertisement

 

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.