বাংলার খবর
লাইনচ্যুত মালগাড়ি, চালকের তৎপরতায় বড় বিপদের থেকে রক্ষা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলন্ত অবস্থাতেই লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির বগি। ঘটনায় আতঙ্ক ছড়ায় পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, এই ঘটনায় চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে গিয়েছে, বুধবার সকাল ৮.৩০ নাগাদ হলদিয়া থেকে খড়্গপুর গামী একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়। পাঁশকুড়া স্টেশন এর কিছু আগেই চলন্ত অবস্থায়।
আরও পড়ুন: মিলল পোলিওর ভাইরাস, জরুরি বৈঠকে কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগ
এদিকে দুর্ঘটনার বিষয়টি মালগাড়ির গার্ড এবং চালক সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের কাছে খবর পাঠালে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ। যদিও এরফলে হলদিয়া ও দীঘা লাইনের ট্রেন চলাচল সকাল থেকে ব্যাহত হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি প্রার্থী হতে অনিচ্ছুক পাওয়ার, পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে নাম, জানালেন মমতা
রঘুনাথবাড়ি সহ বেশকয়েকটি জায়গায় লোকাল ট্রেন আটকে পড়ে। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। মালগাড়িটি হলদিয়া থেকে খড়গপুরের দিকে যাচ্ছিলো। পাঁশকুড়া স্টেশনের কিছুটা আগে ঘটে এই বিপত্তি। পরে রেলদফতরের সহায়তায় রেলচলাচল স্বাভাবিক হয়।