বাংলার খবর
পশ্চিম মেদিনীপুরে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : করোনার আতঙ্ক এখনও কাটেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে কোনও মুহূর্তে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সেই আতঙ্কের কথা মাথায় রেখেই এখনও স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে না বিশ্ববাসী।
এর মধ্যেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি। খবর পাওয়া গিয়েছে, পশ্চিমবঙ্গে ডেঙ্গি বৃদ্ধির হার ঊর্ধ্বমুখি। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুর জেলা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যথেষ্ট উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরর ইতিমধ্যেই ডেঙ্গি সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন হাসদা জানিয়েছেন, জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮ জন। আক্রান্তরা সবাই সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
জেলার মধ্যে ডেঙ্গির প্রকোপ সবচেয়ে বেশি খড়্গপুর পৌরসভা এলাকায়। এখানে মোট আক্রান্ত ১৭ জন। ডেবরা পৌরসভা এলাকায় ৯ জন, এছাড়া জেলার ১৩ টি ব্লকে আক্রান্তের সংখ্যা যথেষ্ট বাড়ছে। ২০২০ সালেও খড়্গপুর পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছিল। এই বছর সেই রকম পরিস্থিতি যেন না হয়, তার জন্য জেলা স্বাস্থ্য দফতর আগাম সতর্কতামূলক একাধিক উদ্যোগ নিয়েছে।