শুরু হচ্ছে মেগা শপিং ফেস্টিভ্যাল, সৌজন্যে মুখ্যমন্ত্রী
Connect with us

দেশের খবর

শুরু হচ্ছে মেগা শপিং ফেস্টিভ্যাল, সৌজন্যে মুখ্যমন্ত্রী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনলাইন শপিংয়ে ব্যস্ত দুনিয়া। ই-কমার্স শপিং প্ল্যাটফর্মের দৌরত্ম্যে অফলাইন ব্যবসা প্রায় কোণঠাসা হয়ে গিয়েছে। এই অবস্থায় শপিং বাজারকে পুনরায় চাঙ্গা করে তুলতে নয়া উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। শুরু হচ্ছে মেগা শপিং ফেস্টিভ্যাল।

২০২৩ সালের ২৮ জানুয়ারি থেকে দিল্লিতে শুরু হচ্ছে Delhi Shopping Festival। এই মেগা শপিং ফেস্টিভ্যালের সৌজন্যে রয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ফেস্টিভ্যাল ভারতের সবচেয়ে বড় কেনাকাটার উৎসব বলে এক টুইট বার্তায় জানিয়েছেন কেজরি।

আরও পড়ুন: মহুয়ার মন্তব্যে বিতর্কের ঝাড়, পালটা টুইট করে ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা সাংসদের

Advertisement

আগামী দিনে এই ফেস্টিভ্যাল দুনিয়ার সবচেয়ে বড় শপিং উৎসবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এর ফলে দিল্লির অর্থনীতিকে যেমন চাঙ্গা করবে, তেমনি স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু বিক্রেতাদের উৎসাহ যোগাবে বলে মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

শপিং ফেস্টিভ্যালে যোগদানের জন্য ভারতের পাশাপাশি বিশ্বের লোকদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল। কেনাকাটার উপর ছাড় দেওয়ার কথাও জানান তিনি। আর ফেস্টিভ্যাল উপলক্ষে দিল্লিকে সাজিয়ে তোলা হবে বলে জানান। কেনাকেটার পাশাপাশি প্রদর্শনীরও ব্যবস্থা থাকছে শপিং ফেস্টিভ্যালে।

আরও পড়ুন: বিয়ে করছেন মুখ্যমন্ত্রী, ভেন্যু জানেন তো…

Advertisement

এই ফেস্টিভ্যালের মধ্যে কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন। এতে অর্থনীতিকে চাঙা করতে উৎসাহ দেবে বলে মনে করছেন তিনি। শুধু তাই নয়, বিশ্ববাজারের ক্রেতা বিক্রেতাদেরও এই শপিং ফেস্টিভ্যালে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।