দেশের খবর
সারমেয়কে পিটিয়ে হত্যা, শ্রীঘরে পুলিশ কনস্টেবল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের অমানবিক ঘটনা। আবারও প্রকাশ্যে চলে এল অবলা সারমেয়র উপর অবিচারের ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পুলিশেরই এক কনস্টেবলকে। সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে (Delhi)।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই কনস্টেবলের বিরুদ্ধে বেসবল খেলার ব্যাট দিয়ে একটি পথ কুকুরকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় রবিবার রাতেই তাকে গ্রেফতার করেন নয়ডা থানার পুলিশ। ধৃত ওই পুলিশ কনস্টেবলের নাম হল বিনোদ কুমার (৩৫)।
জানা গিয়েছে, আদতে বিনোদ কুমার উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে সে উত্তর দিল্লির চাল্লেরা ভিলেজের ৪৪ নম্বর সেক্টরে পরিবার নিয়ে থাকত (Chhalera village in Sector 44)। আরও জানা গিয়েছে, বিনোদ কুমার এবং তার পরিবার্বের সদস্যরা এমনকি তার ছোটো ছেলেও সবসময় কুকুর নিয়ে ভয় থাকত।
আরও পড়ুন: বিধানসভায় বেনজির বিক্ষোভ, রাজ্যপালকে ‘ধন্যবাদ’ জানাতে রাজভবনে মমতার
বাড়ি থেকে বেরোলে কুকুর যদি কামড়ে দেয় সেই আশঙ্কা থেকেই তিনি যে এই অকাজ ঘটিয়েছেন প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান দিল্লি পুলিশের। শুধু তাই নয়, এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: মনের অদম্য জোর, চন্দ্রবোড়ার কামড় খেয়েও মাধ্যমিক পরীক্ষায় বসল গৌতম
পুলিশের দাবি ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় একটুকরো দড়ি পড়ে রয়েছে। এছাড়াও সেই সময় ধৃত কনস্টেবল বিনোদকে বলতে শোনা যাচ্ছিল যে, ”সে এবং তার পরিবার কুকুরে ভীষন ভয় পাই। তার জন্যই সে এমন কাণ্ড ঘটিয়েছে। এদিকে ঘটনায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪২৯ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।