দেশের খবর
করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! বাড়িতেই রয়েছেন নিভৃতাবাসে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মহারাষ্ট্রের পরে দেশের মধ্যে দিল্লিতেই করোনা এবং ওমিক্রনের প্রকোপ সবথেকে বেশি। দেশে ইতিমধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। আর তার থেকে রেহাই পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনায় আক্রান্ত হলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি কোভিড পজেটিভ হয়েছি। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতাবাসে রয়েছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নিন এবং নিভৃতাবাসে থাকুন।’ রাজধানীতে যেভাবে করোনা এবং ওমিক্রনের সংক্রমণ বাড়ছে, তাতে ইতিমধ্যেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে। গত সোমবার দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ছিল ৬.৪৬ শতাংশ। আগামী দুই দিনেও যদি সংক্রমণের হার পাঁচ শতাংশের বেশি থাকে তাহলে রাজধানীতে কঠোর কোভিড বিধি জারি হতে পারে বলেও জানিয়ে দিয়েছে কেজরিওয়াল সরকার।
সোমবার দিল্লিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সিং টেস্টের জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৮১ শতাংশেরই ওমিক্রন ধরা পড়েছে। রাজধানীর বর্তমান পরিস্থিতি নিয়ে আজ বিপর্যয় মোকাবেলা কমিটির সঙ্গে লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল একটি পর্যালোচনা বৈঠকে বসছেন বলে জানা গিয়েছে। সেখানেই কোভিড মোকাবিলার আগামী রণনীতি নিয়ে আলোচনা হবে। এর মধ্যেই খোদ মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। তবে এই পরিস্থিতির মধ্যেও দিল্লিবাসীকে উদ্বিগ্ন না হতে পরামর্শ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।