বিনোদন
দীপিকা পাডুকোন ও রণবীর কাপুরের ভিডিও ভাইরাল

বেঙ্গল এক্সপ্রেসঃ প্রেম এমন একটা অদৃশ্য জিনিস যা প্রত্যেক ব্যক্তির জীবনে একবার তো এসেইছে। অনেকের তো জীবনে একের অধিক বারও এসেছে। সাধারণ মানুষের প্রেম কাহিনী অতটা চর্চার বিষয় না হলেও, সেলিব্রিটিদের প্রেম কাহিনী সব সময় খবরের শীর্ষে থাকে।
তেমনি একের অধিক বার প্রেম এসেছে বলিউডের ও হলিউডের নায়িকা দীপিকা পাডুকোন এর জীবনে। খুব অল্প বয়স থেকেই দীপিকা মনের মানুষ খুঁজতে লেগেছিলেন আর সেই কারণেই তাকে অনেকের সাথে ডেটিং করতে হয়েছিল। বলিউডে পা রাখার পর পরেই কাপড় পরিবারের চকলেট বয় রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্ক সব সময় দুই সেলিব্রেটিদের ভক্ত ও খবরের শীর্ষে ছিল।
এখন দুজন দুই পথে চলল সম্প্রতি রণবীর দীপিকা পাডুকোনের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটি হল ইন্ডিয়ান ফিল্ম মেকার বা ডিরেক্টর করণ জোহরের একটি শো কফি উইথ করণ এর পুরনো পর্বের একটি ভিডিও ক্লিপ। যেখানে করণ জোহর দীপিকা পাড়ুকোন কে জিজ্ঞেস করেন যে, রণবীর কাপুরের সঙ্গে তার ব্রেকআপ কতটা কষ্টকর ছিল তার জন্য।
আরও পড়ুন- এই অলস দুপুরে খুব সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আম কাসুন্দি মাখা
এই প্রশ্নের দীপিকা কারণ জোহরের প্রশ্নের উত্তরে বলেন,” ওর সাথে আমার যে সম্পর্কটা ছিল সেটা আমার জন্য আমার থেকেও দামি ছিল। সেই সম্পর্কটা আমার কাছে যেন এক পৃথিবী সমান ছিল। আমরা দুজনেই এই সম্পর্কে থাকাকালীন অনেক স্বপ্ন দেখেছিলাম। এমনকি একসাথে লিভ- ইন ও করেছিলাম। আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। কিন্তু এত কিছুর পর এত বড় প্রতারণা সহ্য করতে হবে তা কখনোই ভাবেননি নায়িকা দীপিকা পাডুকন।
এত বড় আঘাত নায়িকা জীবনে অনেক বড় সমস্যা নিয়ে এসেছিল। দীপিকা অনেক সাক্ষাৎকারও জানান যে, এই বিষয় নিয়ে তিনি অনেক মানসিক সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন। নায়িকা আরো জানান যে, এই আঘাতটা আমাকে নতুন করে নিজেকে চিনতে শিখিয়েছে, নিজেকে বাঁচতে শিখিয়েছে, এই ঘটনার কারণে আমি নিজেকে ভালবাসতে শিখেছি, এমনকি ভালো মনের মানুষ হয়ে ওঠার চেষ্টাটা আমার মধ্যে জেগেছে”।
যদিও এই সব এখন অতীত, দুই জনই এখন বিবাহিত দুই সেলেব্রেটি এখন তাদের পার্টনারদেরকে নিয়ে চুটিয়ে সংসার করছেন। দীপিকা পাডুকোন ও রণবীর সিং বেশ সুখে রয়েছেন তারা। এদিকে রণবীর কাপুর ও তার মেয়ে ও স্ত্রী আলিয়া কে নিয়ে সুখের সংসার করছেন। তবে দীপিকা ও রণবীর কাপুর কে নিয়ে এখনো অনেক সমালোচনা হয়। যদিও তারা দুজন দুজনকে বন্ধু বলে দাবি করেন। খুব শীঘ্রই তাদেরকে একই সঙ্গে বড় পর্দা দেখা যাবে বলে আশ্বাস দিয়েছেন ২ সেলিব্রেটি।