বিনোদন
হাসপাতালে ‘ড্রিমি গার্ল’ দীপিকা পাড়ুকোন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ‘ড্রিমি গার্ল’ দীপিকা পাড়ুকোন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সূত্রের খবর, হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, শোনা যাচ্ছিল, আচমকা তাঁর ‘হার্টবিট’ বেড়ে যায়। তাঁকে হায়দরাবাদের কামিনেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছিল। সূত্রের খবর, আপাতত সম্পূর্ণ সুস্থ দীপিকা। তিনি আপাতত হাসপাতালে ভর্তি নন। তিনি কাজে যোগদান করেছেন। সম্পূর্ণ সুস্থ তিনি। দীপিকা পাড়ুকোন তার ‘প্রজেক্ট কে’-এর জন্য হায়দ্রাবাদ গিয়েছিলেন। সেখানে এর শুটিং করছিলেন অভিনেত্রী। এই ছবিতে দক্ষিণের সুপারস্টার প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এই শুটিং চলছিল। বলা হচ্ছে, দীপিকা পাড়ুকোনের স্বাস্থ্য এখন ভালো।
গত মাসে কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরেছেন দীপিকা পাড়ুকোন। ১১ দিনব্যাপী এই উৎসবে জুরির দায়িত্ব নিয়েছেন দীপিকা পাড়ুকোন। একাধিক পোশাক পরে, তিনি লাল কার্পেটে তার জমকালোতার ছোঁয়া যোগ করেছিলেন।