দেশের খবর
৩১ ডিসেম্বর, বছরের শেষ দিনটি এমনিতেই বিশেষ, এছাড়াও আর কি কি কারণে স্মরণীয় তা দেখে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর দিনটি স্মরণীয় তো হবেই। এ ছাড়াও আর কোন কোন কারণে আজকের এই দিনটি কেন স্মরণীয় জেনে নিন।
আজ যে সকল বিশেষ ব্যক্তির জন্মদিন:
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর আর নারায়ণ মূর্তির জন্মদিন। তিনি একাধারে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, সুরকার, গায়ক, নৃত্যশিল্পী এবং প্রযোজক ছিলেন। ১৯৬৫ সালের আজকের দিনে হরভজন মান জন্মগ্রহণ করেছিলেন। তিনি পঞ্জাবি-কানাডিয়ান গায়ক, অভিনেতা ,চলচ্চিত্র প্রযোজক এবং পাঞ্জাবি সঙ্গীত ও সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন।প্রিয়া ভবানী শঙ্কর, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপক ১৯৮৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৯০ সালের আজকের দিনে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার জন্মগ্রহণ করেন।
১৮৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বেণীমাধব বড়ুয়া। তিনি ছিলেন প্রাচীন ভারতীয় ভাষার একজন বাঙালি পণ্ডিত। ১৮৯৮ সালের ৩১ ডিসেম্বর কৃষ্ণ বল্লভ সহায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ভারতের স্বাধীনতার পর তিনি বিহারের রাজস্বমন্ত্রী হন। ১৯১০ সালের এই দিনে মল্লিকার্জুন মনসুর জন্মগ্রহণ করেছিলেন। তিনি কর্ণাটকের একজন ভারতীয় শাস্ত্রীয় গায়ক ছিলেন। ১৯২৭ সালের ৩১ ডিসেম্বর বিষ্ণুদেবানন্দ সরস্বতীর জন্মদিন। তিনি ছিলেন শিবানন্দ সরস্বতীর শিষ্য এবং আন্তর্জাতিক শিবানন্দ যোগ বেদান্ত কেন্দ্র ও আশ্রমের প্রতিষ্ঠাতা।
এই দিনটি যাঁদের মৃত্যুবার্ষিকী:
১৯৮৬ সালের এই দিনে রাজ নারায়ণের মৃত্যু হয়। তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ ছিলেন। ১৯৯০ সালের আজকের দিনে রফিক হুসেন পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন উর্দু লেখক, কবি এবং সমালোচক। ২০০১ সালের ৩১ ডিসেম্বর প্রয়াত হন টিএম চিদাম্বরা রগুনাথন। তিনি ছিলেন একজন তামিল, লেখক, অনুবাদক, সাংবাদিক এবং সাহিত্য সমালোচক।
আর যেসকল কারণে আজকের দিনটি স্মরণীয়
১৯৯৭ সালের ৩১ ডিসেম্বর মাইক্রোসফট ৮০০ মিলিয়ন ডলারে হটমেইল ইমেল পরিষেবা কেনে এবং এমএসএন হটমেইল হিসাবে পুণরায় চালু করে। ২০১৭ সালের এই দিনেই ভারতীয় চলচ্চিত্র তারকা রজনীকান্ত ঘোষণা করেছিলেন যে তিনি রাজনীতিতে প্রবেশ করছেন।