বিখ্যাত পপ গায়িকা টিনা টার্নার এর মৃত্যু
Connect with us

বিখ্যাত পপ গায়িকা টিনা টার্নার এর মৃত্যু

পুরোনাম :

ডাক নাম :

জন্ম তারিখ :

জাতীয়তা :

পেশা :

পেশা :

কর্মজীবন :

রাজনৈতিক দল :

দাম্পত্য সঙ্গী :

সন্তান :

শিক্ষা :

4/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেসঃ কুইন অফ রক এন্ড রোলের বিখ্যাত সেই গায়িকা 83 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বুধবার সুইজারল্যান্ডের ঝুরি খেয়ে নিজস্ব বাড়িতে তিনি মারা গেছেন। ১৬ সাল থেকে তিনি অঞ্চল ক্যান্সারে ভুগছিলেন। ২০১৭ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল।

 

তিনার জন্ম ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর টেনিসের নাটবুসে। মা-বাবা ভালোবেসে তার নাম রেখেছিলেন আনা মাই বুলক। ৬০ দশক থেকে পপ শিল্পী হিসাবে আনা আর ওরফে টিনার জনপ্রিয়তা বিপুল হারে বাড়তে থাকে । ১৯৮০ সালে তো স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একের পর এক সুপারহিট গান শ্রোতাদের উপহার দেন তিনি।

Advertisement

আরও পড়ুন- মধু চক্রান্তে গ্রেপ্তার, বিজেপি নেত্রীর মেয়ে

তার সুপার হিট গান গুলির মধ্যে রয়েছে ওয়াট্স লাভ গো টু উইথ ইট, প্রাইভেট ডান্সার, সিম্প্লি দ্যা বেস্ট এর মতো আরও অনেক গান। তার গানের 180 লক্ষেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। তার জীবনে নিয়ে একটি সিনেমাও তৈরি হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল – হোয়াটস লাভ গট টু উইত টিনা- দা টিনা টার্নার মিউজিক্যাল নামে একটি ব্রড ওয়ে মিউজিক্যাল ও তৈরি হয়েছিল তার জীবনী নিয়ে।
জীবিত থাকতে তিনি ১২ টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন।

Advertisement

জীবন ও শিক্ষা :

অভিনীত চলচ্চিত্র :

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.