ভারতে Disney+Hotstar-এর দিন শেষ! টেক্কা দিতে নেমেছে এই কোম্পানি
Connect with us

ভাইরাল খবর

ভারতে Disney+Hotstar-এর দিন শেষ! টেক্কা দিতে নেমেছে এই কোম্পানি

দীর্ঘদিন থেকে একচেটিয়া ভাবে গ্রাহকের মন কেড়েছিল Disney+Hotstar । তবে এবার সেই দিন শেষ হতে চলেছে। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারিতে ভারতের বাজারে আসে হটস্টার।

Rate this post

ডিজিটাল ডেস্ক – দীর্ঘদিন থেকে একচেটিয়া ভাবে গ্রাহকের মন কেড়েছিল Disney+Hotstar । তবে এবার সেই দিন শেষ হতে চলেছে। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারিতে ভারতের বাজারে আসে হটস্টার। দিন দিন OTT অ্যাপের চাহিদা বাড়তে থাকে। হটস্টার এর কপাল খুলে যায় যখন করোনা কাল ছিল, কারণ মানুষের কাজকর্মে কিছুটা বাধা তৈরি করেছিল করোনা ভাইরাস লকডাউনের ফলে মনোরঞ্জনের জন্য মানুষ সব থেকে বেশি এই hotstar এর সাবস্ক্রিপশন কিনেছিলেন।

টানা একচেটিয়া ব্যবসা করার সময় আশেপাশে উঠে আসে সনি লিভ, নেটফ্লিক্স, ভূট, অ্যামাজন প্রাইম, হইচই আরো অনেক কয়েকটি। এই সবকটি কে টেক্কা দিয়েও হটস্টার ভারতের বাজারে সেরা তালিকায় উঠে আসে যখন স্টার কোম্পানি ক্রিকেট সম্প্রচারের সেরা মাধ্যম হিসেবে হটস্টার কে বেছে নেয়। এই হটস্টার সাবস্ক্রিপশন কেনার মূল গ্রাহকরাই হচ্ছেন ১৬ থেকে ৪০ বছর বয়সের। হটস্টার যদিও ক্রিকেট সম্প্রচারের ও ওয়েব সিরিজ সম্প্রচারে বেশ নাম কামালেও এবার সেই সুনাম বেশিদিন টিকিয়ে রাখতে হয়তো পারবেনা হটস্টার।

কারণ OTT অ্যাপগুলি চালাতে গেলে যে পরিমাণ ডাটা প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদ মেটাতে দরকার ফোরজি বা ৫জি নেটওয়ার্ক এর। যদি কোন গ্রাহক ৩৯৯ টাকার বার্ষিক সাবস্ক্রিপশন কিনে থাকেন সাথে থাকে নিতে হবে হাই স্পিড ডেটা সিম যার খরচ দিনের পর দিন বেড়েই চলেছে।

Advertisement

অন্যদিকে এক খরচে মনোরঞ্জন দিতে গিয়ে ন্যাকানি চুবানি খাচ্ছে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। বর্তমানে ভোডাফোন সনি লিভ এবং ডিসনি হটস্টার সাবস্ক্রিপশন রিচার্জ এর সাথে সাময়িক ফ্রি দিলেও সঠিকভাবে লাভ করতে পারছে না ২ কোম্পানি। সেই তুলনায় জিও এবার বাজারে নিয়ে এসেছে জিও সিনেমা নামের একটি অ্যাপ যেখানে খেলাধুলাসহ একাধিক সিনেমা এমনকি ওয়েব সিরিজ পাওয়া যায়।

 

যা রিচার্জের সাথে একদম বিনামূল্যে, এই সুবিধা কিছুদিন থেকে গ্রাহকরা বেশি গ্রহণ করছেন কারণ আন্তর্জাতিক ফিফা ফুটবল এর অফিসিয়াল লাইসেন্স নিয়েছেন জিও সিনেমা, বর্তমানে জিও সিনেমা (Jio Cinema) অ্যাপ এ সাময়িক কিছু ত্রুটি দেখা দিলেও এখন সামলে নিয়েছে জিও সিনেমার (Jio Cinema) ডেভলপার টিম। শুধু তাই নয় সেই একই খরচে জিও সিনেমা অ্যাপটি উপলব্ধ করা যাবে, যে কোন স্মার্ট টিভিতে আর এই ফিচার্সের জন্যই হটস্টারকে রীতিমতো টেক্কা দিয়েছে রিলায়েন্স কোম্পানির জিও সিনেমা (Jio Cinema) অ্যাপ টি।

Advertisement

আরোও পড়ুন – না জানলে মহাবিপদে পরবেন এক বড়সড়ো নিয়মের বদল এনেছে RBI

Continue Reading
Advertisement