দেশের খবর
মেলেনি বেশকিছু প্রশ্নের উত্তর, দ্বিতীয়বার ED দফতরের পথে রাহুল গান্ধী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবারের পর মঙ্গলবার ফের রাহুল গান্ধীকে তলব করল ইডি। সোমবার দু’দফায় প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্ত এখনও অসম্পূর্ণ রয়েছে। তাই এদিন ফের ইডির অফিসে তলব করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার বেশকিছু প্রশ্নের সঠিক উত্তর মেলেনি কংগ্রেস সাংসদের কাছ থেকে। তাই আজ (মঙ্গলবার) ফের রাহুল গান্ধীকে দিল্লির অফিসে তলব করেছে ED। এদিকে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের জেরার মুখোমুখি হওয়ার আগে বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে দিল্লির আকবর রোডে কংগ্রেসের সদর দফতরে যান তিনি।
এদিকে কংগ্রেসের দিল্লিতে সদর দফতরের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তাঁদের আকবর রোড অফিসের দিকে যান চলাচল ঠেকাতে বেশ কয়েকটি ব্যারিকেডও দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
আরও পড়ুন: দেড় বছরে ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি, আশ্বাস মোদির
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি অফিসের আশেপাশের এলাকা কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। প্রবেশ সীমিত করা হয়েছে এবং শুধুমাত্র তদন্ত সংস্থার কর্মচারীদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সোমবারের ব্যাপক বিক্ষোভের পুনরাবৃত্তি এড়াতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: নয়া নজির গড়ল IndiGo, হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য ১৫০ ঘণ্টায় মুম্বই পৌঁছল
জানা গিয়েছে, রাহুল গান্ধী চিনা দখল, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, মহামারী, লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, কৃষকদের বিক্ষোভ এবং ‘বিজেপির দ্বারা সাম্প্রদায়িক অশান্তি উস্কে দেওয়া’র মত একাধিক বিষয়ে কেন্দ্রের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। এই বিষয়ে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, ”মোদি সরকার রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন। এবং এটাই একমাত্র কারণ তাই তাঁকে ‘টার্গেট’ করছে”।