বাংলার খবর
আচমকাই অসুস্থ হয়ে আসিইউ-তে ভর্তি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কন্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রবল অসুস্থ হওয়ায় বালুরঘাট হাসপাতালে ভর্তি করতে হল সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দুই বছর বয়সী কন্যা সন্তানকে। শনিবার দুপুরে আচমকাই প্রবল জ্বর আসে। তারপরই সে অজ্ঞান হয়ে যায় বলে পরিবার সূত্রে জানা যায়।
এরপর তড়িঘড়ি তাকে বালুরঘাট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা সিসিইউ’তে রেখে করানো হচ্ছে। হাসপাতালের তরফ থেকে এক মেডিক্যাল টিম গড়া হয়েছে। কী কারণে হঠাৎ করে এমন জ্বর হয়ে সে অজ্ঞান হল, তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। কলকাতা থেকে এদিনই বাড়িতে ফিরেছিলেন সুকান্ত বাবু। বাড়ি ফিরেই একাধিক বৈঠক করেছেন জেলা নেতৃত্বের সঙ্গে।
বিকালে আরও কিছু কর্মসূচি ও বৈঠক ছিল তাঁর। তার মধ্যেই সময় বের করে বাড়ি ফিরেছিলেন তিনি। তিনি বাড়িতে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়ে তাঁর কন্যা। অসুস্থ হয়ে পড়ার সাথে সাথেই মেয়েকে নিয়ে হাসপাতালে পৌঁছন তিনি। একই সাথে জেলা সভাপতি বিনয় বর্মন সহ জেলার বিভিন্ন স্তরের নেতারাও হাসপাতালে উপস্থিত হন।