বাংলার খবর
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন দত্তপুকুর লোকাল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েকদিন আগেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে ময়নাগুড়িতে। লাইনচ্যুত হয়ে যায় আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের কয়েকটি বগি। দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু যাত্রী। এর রেশ কাটতে না কাটতেই আবারও এক দুর্ঘটনা পরিস্থিতি তৈরি হয়েছিল।
কিন্তু অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন দত্তপুকুর লোকাল। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ শিয়ালদহ-বনগাঁ শাখার ডাউন দত্তপুকুর লোকাল বামনগাছি থেকে বারাসতের দিকে যাওয়ার সময় ঝাঁকুনি অনুভব করেন ট্রেনের চালক। বিকট শব্দও শুনতে পান তিনি। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেন অভিজ্ঞ চালক। তৎপরতার সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি।
জানা গিয়েছে, ঘটনার সময় ট্রেনটি প্ল্যাটফর্মের কাছেই ছিল। যার ফলে ট্রেনের গতিবেগ অনেক কম ছিল। তড়িঘড়ি রেললাইনটি পরীক্ষা করা হয়। লাইনের ফিস প্লেটে সমস্যা ছিল বলে খবর। ঘটনার জেরে কিছুক্ষণ শিয়ালদহ-বনগাঁ ডাউনের ট্রেন চলাচল ব্যাহত হয়। লাইন মেরামতের পর সেখানে পরীক্ষামূলকভাবে টাওয়ার ভ্যান চালানো হয়। তবে বর্তমানে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।