দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ!
Connect with us

দেশের খবর

দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  ধীরে ধীরে করোনার হাত থেকে স্বস্তি ফিরছে দেশে। একটা সময় করোনা আতঙ্কের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছিল আক্রান্তের সংখ্যা। প্রথম, দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ে করোনা এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। সারা বিশ্বের মতো ভারতেও বাড়তে শুরু করে আক্রান্তের সংখ্যা।

এরপর করোনা রোধ করার জন্য একের পর পদক্ষেপ গ্রহণ করে সরকার। জারি করা হয় একাধিক বিধি-নিষেধ। বিদেশ থেকে আসা নাগরিকদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়, যেন সংক্রমণ ছড়িয়ে না পড়ে। সরকারের বিভিন্ন বিধি-নেষেধের জন্য ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনা। গত কয়েকদিন ধরেই একটানা কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। যা সোমবারের তুলনায় ২০ শতাংশ কম। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ২৬ লক্ষ ৯২ হাজার ৯৪৩ জন।

সংক্রমণ কমার পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ২.২৩ শতাংশ। কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। তার মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ১৭৮ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ৯ হাজার ৩৫৮ জন। দেশে সুস্থতার হারও অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ৮৮ হাজার ৮১৭ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থ্য হয়ে উঠেছেন মোট চার কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ২৯ হাজার ৫৩৬টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭৫ কোটি ৩০ লক্ষ ৩৩ হাজার ৩০২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৪৪ লক্ষ ৬৮ হাজার ৩৬৫ জন এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৭৩ কোটি ৪২ লক্ষ ৬২ হাজার ৪৪০ জনের।

Advertisement
Continue Reading
Advertisement