দেশের খবর
১০ হাজারের ঘরে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবার ১০ হাজারের ঘরে নেমে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন। গোটা অতিমারী পর্বে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৪৩ লক্ষ ৪৪ হাজার ৬৮৩ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯২ জনের। এর মধ্যে ৩১৪ জনই কেরলের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৬০ হাজার ২৬৫ জন। আক্রান্তের সংখ্যা কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে প্রায় দু’হাজার। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ১.৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ১০ হাজার ৭৮৩টি। এখনও পর্যন্ত দেশে মোট টেস্ট হয়েছে ৬১ কোটি ৩৮ লক্ষ ২৮ হাজার ৩৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ২০ লক্ষ ৭৫ হাজার ৯৪২ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১০৭ কোটি ৯২ লক্ষ ১৯ হাজার ৫৪৬ জনের।