আর্থিক তছরূপ মামলায় দাউদের ভাই ইকবাল কাসকরকে চার্জশিট দিল ED
Connect with us

দেশের খবর

আর্থিক তছরূপ মামলায় দাউদের ভাই ইকবাল কাসকরকে চার্জশিট দিল ED

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের খবরের শিরোনামে ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম। এবার আর্থিক তছরূপের অভিযোগে আন্ডারওয়ার্ল্ড এই ডনের ভাই ইকবাল কারসরের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি (ED)।

জানা গিয়েছে, মুম্বই হামলার মূল চক্রী দাউদের ভাইয়ের বিরুদ্ধে এর আগেও ব্যাপক আর্থিক তছরূপ এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০১৭ সালে মহারাষ্ট্রের থানে থানার পুলিশের তোলাবাজি বিরোধী সেল দ্বারা নথিভুক্ত করা আর্থিক অসঙ্গতির মামলার সঙ্গে তার এই চার্জশিট রয়েছে। ইডির ওই অভিযোগপত্রে কাসকারের সহযোগী মুমতাজ শেখ এবং ইসরার সইদের নামও রয়েছে। এই ঘটনায় মমতাজ শেখ ও ইসরার সইদের বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে: বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামেরা, স্বামী ফুয়াদকে টেক্কা দিলেন সায়রা হালিম!

Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইডি কাসকারকে হেফাজতে নিয়েছিল এবং তাকে মুম্বই এবং দেশের অন্যান্য জায়গায় তার দাদা দাউদ ইব্রাহিমের গ্যাং সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা গত সপ্তাহেই একটি তোলাবাজির মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA), 2002 এর অধীনে একটি স্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে সংযুক্ত করেছে। জানা গিয়েছে, থানেতে অবস্থিত ফ্ল্যাটটি মমতাজ এজাজ শেখের নামে লিখিত এবং সেটি প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে: ৬৪ নম্বর এবং ৬৫ নম্বর ওয়ার্ডে পরাজিত তৃণমূল, পরাজিত হওয়ার কারণ খতিয়ে দেখতে হবে জানালেন তৃণমূলের বিধায়ক

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ভারতে একাধিক মামলা চলছে (Dawood Ibrahim)। তারই মধ্যে ফের এনআইএর এমন চাঞ্চল্যকর দাবি নিয়ে ফের নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। সম্প্রতি আর্থিক তছরুপের মামলায় দাউদের বিরুদ্ধে তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এ ব্যাপারে দাউদের ভাই ইকবাল কাসকর-সহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। ঘটনার অভিযোগে ইকবালকে নিজেদের হেফাজতে নেয় ইডি। গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তার হেফাজতের নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.