দেশের খবর
ভূমিকম্পে কেঁপে উঠল সাইপ্রাস!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বে জাঁকিয়ে বসেছে করোনা এবং ওমিক্রন। করোনা এবং ওমিক্রনের জন্য বড়দিনের উৎসব এবং বর্ষবরণের উৎসব কাটছাঁট করেছেন সারা বিশ্বের মানুষ। সেই করোনা ও ওমিক্রনের হাত থেকে মানুষ যখন বাঁচার চেষ্টা করছে, ঠিক সেই আতঙ্কের পরিস্থিতিতে হানা দিল ভূমিকম্প।
জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল সাইপ্রাস। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৬টা ৩৭ নাগাদ সাইপ্রাসের উত্তর নিকোসিয়া থেকে ১৩৭ কিমি পশ্চিমে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৪। জোরাল ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি।