ইউক্রেনে সাইবার হামলা! অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে
Connect with us

দেশের খবর

ইউক্রেনে সাইবার হামলা! অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাশিয়া এবং ইউক্রেনের বিবাদ নতুন আকার ধারন করেছে। গত কয়েকমাস ধরেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি আমেরিকাও সৈন সমাবেশ করেছিল। এরপর রাশিয়া সেনা প্রত্যাহারের ঘোষণা করে। কিন্তু এবার বিবাদ নতুন আকার নিল।

বিগত কয়েকদিন যাবত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। কার্যত এহেন অবস্থায় অবশ্য রাশিয়া সেনা প্রত্যাহারের খবর আগেই জানিয়েছে। যদিও আমেরিকার দাবি, রাশিয়া সেনা প্রত্যাহারের যে দাবি করেছে তা সম্পূর্ণরূপে মিথ্যে। এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, রাশিয়া সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও সেরকম কিছু এখনও চোখে পড়েনি। এর মধ্যেই নতুন সমস্যায় ইউক্রেন।

জানা গিয়েছে, ইউক্রেন জুড়ে বহু এটিএম অচল হয়ে গিয়েছে। এমনকি ইন্টারনেট পরিষেবাও ব্যাহত। এই অবস্থায় মনে করা হচ্ছে, সাইবার হানা হয়েছে ইউক্রেনে। আর এর পিছনে রাশিয়ার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার তরফ থেকে অবশ্য এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত ক্রমশ বেড়েই চলেছে।

Advertisement