নয়া নিয়ম শানালো RBI এই ব্যাঙ্কগুলির গ্রাহকরা বড় ধাক্কা খেতে চলেছে আগেই জেনে যান
Connect with us

দেশের খবর

নয়া নিয়ম শানালো RBI এই ব্যাঙ্কগুলির গ্রাহকরা বড় ধাক্কা খেতে চলেছে আগেই জেনে যান

ব্যাংকে আমাদের সবারই খাতা রয়েছে অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) অধীনে যে ব্যাংকগুলি রয়েছে সেগুলোর কোন না কোন শাখায় আমাদের ব্যাঙ্ক থেকে থাকে যেখানে আমরা আমাদের জমানো আর্থরাশি

Dwip Narayan Chakraborty

Published

on

ভারতীয় রিজার্ভ ব্যাংকে
Rate this post

ডিজিটাল ডেস্ক :  ব্যাংকে আমাদের সবারই খাতা রয়েছে অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) অধীনে যে ব্যাংকগুলি রয়েছে সেগুলোর কোন না কোন শাখায় আমাদের ব্যাঙ্ক থেকে থাকে যেখানে আমরা আমাদের জমানো আর্থরাশি অথবা আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করে থাকি।

কিন্তু এই ব্যাংক গুলিতে মাঝে মাঝেই ছোট বড় বিভিন্ন ধরনের পরিবর্তন করতে দেখা যায় যা কিনা বেশিরভাগই ভারতীয় রিজার্ভ ব্যাংক ( Indian Reserve Bank) দ্বারা পরিবর্তিত হয়। আসন্ন এমনই একটি পরিবর্তন আসতে চলেছে যার কারণে সরাসরি সমস্যার মুখোমুখি হতে চলেছে গ্রাহকরা। আমাদের সহজ ভাবে কোন কিছু কেনার আগে আমরা লোন নিয়ে থাকি এই ব্যাঙ্কগুলি থেকে। আর ব্যাংক থেকে আমাদেরকে লোন দেওয়া হলে বিভিন্ন সময় তাই ইএমআই ভাবে কেটে নেওয়া হয়। আর এবার এই ব্যাংকগুলোর প্রতিমাসে ইএমআই কাটার খরচ, অনেকটাই বেড়ে যেতে পারে বলে অনুমান করছে অর্থনীতিবিদরা।

ভারতীয় রিজার্ভ ব্যাংক ( Indian Reserve Bank) দ্বারা পরিবর্তিত ব্যাঙ্ক গুলির নতুন নিয়ম

চলতি বছরের শেষে এসে এই তিনটি ব্যাঙ্ক তাদের নিয়মে নতুন এম সি এল আর(MCLR)  দর নির্ধারণ করেছে। এই ব্যাঙ্কগুলি হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) , ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) এবং আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank) । কার্যত এই ব্যাংকগুলির নতুন নিয়ম MCLR Rate ১লা ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। যার ফলে বর্তমান ঋণ গ্রাহকদের লোনের EMI এর পরিমাণে যথেষ্ট দাম বেড়েছে।

Advertisement

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক(Punjab National Bank) তাদের নয়া MCLR Rate ০.০৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া উল্লেখিত হারে আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank) তাদের MCLR Rate ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে । ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) ও তাদের MCLR Rate ০.২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে । পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)  বা PNB-র MCLR রেট এক মাসে ৭.৪৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ হয়েছে। বিগত ৩ মাসের এমসি এল আর রেট দেখা যাচ্ছে ৭.৫৫ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ হয়েছে। আবার ৬ মাসের নতুন এমসিএলআর রেট ৭.৮০ শতাংশ হয়েছে।  এক বছরের নতুন রেট হয়েছে ৮.১০ শতাংশ।

Bankনয়া নিয়ম

আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank) এর MCLR রেট এক মাসে নতুন রেট ৮.০৫ থেকে ৮.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত ৩ মাসের এম সি এল আর রেট ৮.১০% থেকে ৮.২০ শতাংশ হয়েছে। আবার ৬ মাসের এমসি এল আর রেট ৮.৩৫ থেকে ৮.৪০ শতাংশ হয়েছে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) এর MCLR রেট এক মাসের হয়েছে যথাক্রমে ৭. ৪৫ থেকে ৭. ৬৫ শতাংশ হয়েছে। যা বিগত ৩ মাসের এমসি এল আর রেট ৭.৪০ শতাংশ থেকে ৭.৭০ শতাংশ হয়েছে। ৬ মাসের এমসি এল আর (MCLR) রেট ৭.৯০ শতাংশ এবং ১ বছরের এম সি এল আর রেট ৮.১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই MCLR রেট এই বাজারের নামী এই তিনটি ব্যাংকে MCLR বেড়ে যাওয়ায় বর্তমান ঋণ গ্রাহকদের যে সমস্ত ঋণ বাকী রয়েছে সেগুলি যথেষ্ট দাম (RBI Banking Rules) বেড়েছে ।

Advertisement

আরোও পড়ুন – বাম্পার অফার! ১০ হাজার করে জমা দিয়ে ১৬ লক্ষের বেশি টাকা রিটার্ন দিচ্ছে পোষ্ট অফিস ? জানুন কিভাবে

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.