গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা কিনছেন! জানেন কেন ?
Connect with us

আন্তর্জাতিক

গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা কিনছেন! জানেন কেন ?

Rate this post

নিউজ ডেস্ক : একি রাস্তার পাশে লাইন দিয়ে তিন চার বস্তা টাকা নিয়ে বসে একাধিক ব্যবসায়ী, কারন জানেন ? গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা কিনছেন! যেমন অনেকটা আলু, পটল কেনার মতো…!দর্শক নিশ্চয়ই ভাবছেন এটা কোনও গল্প! বাস্তবে এমন কি আবার সম্ভব হয়! আসলে এমন বিচিত্র বাজার রয়েছে আফ্রিকা মহাদেশের ছোট্ট একটি দেশ সোমালিল্যান্ডে।

সেখানে আলু, পটল কেনার মতো বিক্রি হয় টাকা। জাল বা নকল নয়, সরকার প্রদত্ত আসল টাকা! সপ্তাহের এক বিশেষ দিনে খোলা রাস্তায় দিন-দুপুরে ক্রেতারা বিনিময় প্রথার মাধ্যমে ব্যাগে ভরে নিয়ে যায় টাকা, ওখানে যার নাম ‘শিলিং’। সদুর প্রাচীনকালে বিনিময় প্রথার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য হত ঠিকই, কিন্তু ২১ শতকেও?  মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে ! আসলে, সোমালিল্যান্ডের (Somaliland) আর্থিক পরিকাঠামোই এরজন্য দায়ী, শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এই দুরবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক কারবার অনুযায়ী ২০০০ সালে এক ডলার ছিল ১০ হাজার শিলিংয়ের কাছাকাছি, আর যা ২০১৭ সালের প্রথম দিকে ৯ হাজার শিলিংয়ের সমান ছিল এক মার্কিন ডলার। তাই ডলার বা ইউরোর নিরিখে সামান্য খরচ করলেই পাওয়া যেত কয়েক কেজি নোট! শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ব্যাপক হারে কমতে শুরু করেছে। টাকার দাম এখানে এতই কম যে, এই টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তা নেই! বলেই চলে  এছাড়া ছিনতাইকারী-চোর-ডাকাতও এই শিলিং চুরি করতে আগ্রহ দেখায়না। ফলে, এইভাবে রাস্তার পাশে পথের উপর ফেলে রেখে বিক্রি হচ্ছে শিলিং বা টাকা!

Advertisement

আরও পড়ুন – “রাজচক্কত্তিদা ! দই এর স্বাদ ঘোলে” শুভশ্রীর মহালয়ার টিজার নিয়ে ব্যাপক হাসির রোল নেটপাড়ায়

Continue Reading
Advertisement