ভাইরাল খবর
যাত্রী সংখ্যার নিরিখে বর্তমানে বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্টগুলির নাম!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বর্তমানে কর্মব্যস্ত জীবনে অন্যান্য যানবাহনের তুলনায় বিমান অর্থাৎ উড়োজাহাজের চাহিদা অনেক বেশি। আর উড়োজাহাজের চাহিদা যত বেশি হবে ততই বিমানবন্দরের ব্যস্ততা বাড়বে। বিমান ভ্রমণকারীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকার রেশ পড়ছে বিমানবন্দরগুলির ওপর। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল তথা এসিআই এর রিপোর্ট অনুযায়ী যাত্রী সংখ্যার নিরিখে বর্তমানে বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট কোনগুলি তা দেখে নেবো।
১) হার্টসফিল্ড -জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত হার্টসফিল্ড -জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি (এটিএল) বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট হিসাবে শীর্ষস্থানে আছে। প্রতিদিন গড়ে এই এয়ারপোর্টটি দিয়ে যাতায়াত করে প্রায় ২ লক্ষ ৬০ হাজার যাত্রী। তবে যাত্রী সংখ্যার দিক থেকে বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট হিসবে বিবেচিত হলেও এর যাত্রীদের অধিকাংশই অভ্যন্তরীণ যাত্রী।
২) বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
চীনের রাজধানী বেইজিংয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হলো বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বেইজিং শহরের কেন্দ্র থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে এই এয়ারপোর্টটির অবস্থান। ২০১০ সাল থেকেই এটি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট হিসাবে বিবেচিত হয়ে আসছে।
৩) দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
সংযুক্ত আরব আমিরাতের প্রধান আন্তর্জাতিক এয়ারপোর্ট হলো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি ইউরোপের সঙ্গে মধ্যপ্রাচ্যের যোগাযোগের প্রধান মাধ্যম। মোট যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বে তৃতীয় ব্যস্ততম হলেও আন্তর্জাতিক যাত্রী সংখ্যা হিসাবে এটি বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট।
৪) টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-হানেদা এয়ারপোর্ট
টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি সাধারণভাবে টোকিও হানেদা এয়ারপোর্ট নাম পরিচিত। এটি জাপানের টোকিওর দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি। এটি যাত্রী সংখ্যার হিসাবে বিশ্বের চতুর্থতম ব্যস্ত বিমানবন্দর।
৫) লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ,যা এলএএক্স নামেও পরিচিত এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রধান বিমানবন্দর। এটি যুক্তরাষ্ট্রের সমগ্র পশ্চিম উপকূলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এটি বিশ্বের পঞ্চম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থতম ব্যস্ত বিমানবন্দর।
৬) শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রকৃত নাম ও’ হেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি বিশ্বের ষষ্ঠতম ব্যস্ত বিমানবন্দর হিসাবে বিবেচিত।
৭) হিথ্রো এয়ারপোর্ট
ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত লন্ডন হিথ্রো এয়ারপোর্টটি মূলত হিথ্রো এয়ারপোর্ট নামেই পরিচিত। যাত্রীসংখ্যার দিক থেকে এটির অবস্থান সপ্তমে হলেও ইউরোপের ব্যস্ততম এয়ারপোর্ট এবং আন্তর্জাতিক সংখ্যার দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট।
৮) হং কং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
চীনের সঙ্গে এশিয়ার অন্যান্য দেশের বিমান যোগাযোগের প্রধান মাধ্যম হলো হং কং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্থানীয়ভাবে এটি চেপ লাপ কোক এয়ারপোর্ট নামেও পরিচিত। যাত্রী সংখ্যার দিক থেকে এটি বিশ্বের অষ্টম ব্যস্ততম এয়ারপোর্ট।
৯) সাংহাই পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
চীনের বৃহত্তম এবং ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে সাংহাই পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি যাত্রীর নিরিখে বিশ্বের নবম ব্যস্ততম বিমানবন্দর এবং আন্তর্জাতিক যাত্রী সংখ্যার হিসবে এটি বিশ্বের তৃতীয় ব্যস্ততম এয়ারপোর্ট।
১০) চার্লস দা গল বা প্যারিস চার্লস দা গল
যাত্রীর হিসাবে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর গুলির ভিতর দশম স্থানে রয়েছে চার্লস দা গল বা প্যারিস চার্লস দা গল যা ফ্রান্সের বৃহত্তম এবং ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট।