মানসিক অবসাদের জের! স্ত্রী-কন্যার সামনেই রিভলভার চালিয়ে আত্মঘাতী CRPF জওয়ান
Connect with us

দেশের খবর

মানসিক অবসাদের জের! স্ত্রী-কন্যার সামনেই রিভলভার চালিয়ে আত্মঘাতী CRPF জওয়ান

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কাজের প্রতি অসন্তুষ্টি থেকে মানসিক অবসাদ। আর তাতেই নিজেকে ঘরবন্দি করে রেখে চরম ঘটনা ঘটিয়ে বসলেন এক সিআরপিএফ জওয়ান। নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে স্ত্রী ও মেয়ের সামনেই নিজেকে শেষ করে দিলেন এক জওয়ান।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, রাজস্থানের যোধপুরে। মৃত ঐ জওয়ানের নাম নরেশ জাট। তিনি রাজস্থানের পালি জেলার বাসিন্দা। রবিবার স্ত্রী-মেয়ের সঙ্গে ১৮ ঘণ্টা নিজেকে ঘরবন্দি করে রাখেন নরেশ জাট।

সকলকে আতঙ্কিত করতে আত্মহত্যার কয়েক ঘণ্টা আগেও কয়েক রাউন্ড গুলি শুন্যে চালআন তিনি। তারপর নিজেকেই শেষ করে দেন তরুণ ঐ সিআরপিএফ জওয়ান। আত্মহত্যার সময় সে মোট ৪০ রাউন্ড গুলি চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: Big Breaking: আদালতে ভুল তথ্য পরিবেশন, বিজয় মালিয়ার ৪ মাসের কারাবাসের নির্দেশ

জানা গিয়েছে, রাজস্থানের পালি জেলা থেকে আসা নরেশ জাট নামের এই জওয়ান সিআরপিএফ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। থাকতেন যোধপুরের সার্ভিস কোয়ার্টারে। সেখানেই ঘটিয়ে ফেলেন মর্মান্তিক ঘটনা। ওই জওয়ান নিজের স্ত্রী এবং ৮ বছরের কন্যাসন্তানকে নিয়ে ভিতরে নিজেদের বন্দি করেছেন, এই খবর জানাজানি হতেই খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর বাবা। তিনি বেশ কয়েকবার তাঁকে ফোন করে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনও কথাতেই কাজ হয়নি। কিছুক্ষণ পর ফোনও বন্ধ হয়ে যায়। আর তারপরই গুলির আওয়াজ।

আরও পড়ুন: সাজার মেয়াদ ২৫ বছর পূর্ণ হলেই আবু সালেমকে মুক্তি দিতে বাধ্য কেন্দ্র: সুপ্রিম কোর্ট

Advertisement

এদিকে কেনই বা স্ত্রী ও মেয়ের সামনে ঘটিয়ে ফেললেন এমন ভয়ানক ঘটনা? উত্তর মেলেনি। যদিও এইটুকুই জানা গিয়েছে, ওই জওয়ান নিজের কাজ নিয়ে অসন্তুষ্ট ছিলেন। মানসিক স্থিরতাও ছিল না তাঁর। তিনি যখন নিজেদের ঘরবন্দি করেন, তখন তাঁর কাছে ছিল ইনসাস রাইফেল এবং ৪০ রাউন্ড গুলি।