ঈদে পর্যটকদের ভিড় উপচে পড়ল মুর্শিদাবাদে
Connect with us

বাংলার খবর

ঈদে পর্যটকদের ভিড় উপচে পড়ল মুর্শিদাবাদে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঈদ উপলক্ষ্যে পর্যটকদের ভিড় উপচে পড়ল মুর্শিদাবাদে। সোমবার জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী নদীয়া, মালদহ ও বীরভূম জেলা থেকে হাজার হাজার পর্যটক ট্রেনে, বাসে, ছোট গাড়িতে চেপে মুর্শিদাবাদে আসেন। এদিন সকাল থেকেই হাজারদুয়ারি প্যালেস, মিউজিয়াম, মোতিঝিল, কাটরা মসজিদ সহ দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ঢল নামতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি দর্শনীয় স্থানে ভিড় উপচে পড়ে। স্বাভাবিকভাবেই মুখে হাসি ফুটেছে মুর্শিদাবাদের পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার মানুষের মুখে।

রাজ্যের অন্যতম পর্যটন শহর মুর্শিদাবাদ। একদা বাংলা-বিহার-ওড়িশা বা সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদ শহর ও পার্শ্ববর্তী এলাকায় রয়েছে নবাব এবং সমকালীন জমিদারদের একাধিক স্থাপত্য নিদর্শন। এই সকল স্থাপত্য নিদর্শনের টানেই সারা বছর ধরে দেশ-বিদেশের পর্যটকরা মুর্শিদাবাদে আসেন। স্বাভাবিকভাবেই নবাবের শহরের অর্থনীতি মূলত পর্যটন নির্ভর। করোনা অতিমারির কারণে কয়েকটি বিশেষ দিন ছাড়া গত দু’বছর ধরে মুর্শিদাবাদে পর্যটকদের দেখা নেই। দীর্ঘ সময় ধরে আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলা বিভিন্ন পেশার মানুষ এই দিনগুলির দিকেই তাকিয়ে থাকেন। এই দিনগুলিতে পর্যটকদের আনাগোনায় তাদের মুখে হাসি ফোটে।

সোমবার সকাল আটটার আগেই কাটরা মসজিদ, কাঠগোলা, জগৎ শেঠের বাড়ি, নশিপুর রাজবাড়ি, মোতিঝিল মসজিদ- প্রভৃতি দর্শনীয় স্থানগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বেলা ১১টার পরে থেকে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম এবং প্রকৃতি তীর্থে (মোতিঝিল) দর্শনার্থীদের ঢল নামতে শুরু করে। অস্বস্তিকর, ভ্যাপসা গরমের মধ্যেই হাজারদুয়ারি ও মোতিঝিলের টিকিট কাউন্টারের সামনে দর্শনার্থীদের লম্বা লাইন লক্ষ্য করা যায়।

Advertisement

নিমতিতা থেকে বন্ধুদের সঙ্গে মুর্শিদাবাদ ঘুরতে এসেছিলেন রাজীব শেখ। কাটরা মসজিদ থেকে বেরিয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন। রাজীব জানান, ‘অনেকদিন ধরেই আসার ইচ্ছা ছিল। ঈদে বন্ধুদের সঙ্গে চলে এলাম।’ কাটরা মসজিদের সামনে আইসক্রিম ও ডাব বিক্রি করছিলেন আনন্দ কুমার মন্ডল। তিনি বলেন, ‘বৈশাখের শুরু থেকে পর্যটকদের দেখা ছিল না। সংসার চালাতে স্থানীয় সবজির আড়তে কাজ করছিলাম। ঈদ উপলক্ষ্যে কয়েকদিনের জন্য ব্যবসা শুরু করেছি।’ গত ১৪ বছর ধরে খাবারের হোটেল চালাচ্ছেন মালতি বিশ্বাস। তিনি বলেন, ‘সকাল থেকেই পর্যটকদের ভিড়। বেচাকেনাও ভালো হচ্ছে।’ টাঙ্গাচালক সোহেল শেখ বলেন, ‘শহরে প্রচুর পর্যটক এসেছেন। সকাল থেকে পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখাচ্ছি। আগামী কয়েকদিন ভালো রোজগার হবে।’ সিটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, ‘প্রতিবছর ঈদ উপলক্ষ্যে এক সপ্তাহ পর্যটকদের ভিড় হয়। গত দুবছর করোনার জন্য হয়নি। আশা করছি আগামী কয়েকদিন ভিড় উপচে পড়বে। পর্যটনের সঙ্গে যুক্ত মানুষরা উপকৃত হবেন।’

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.