বাংলার খবর
ভিড় ট্রেন থেকে পড়ে আহত যাত্রী! ভর্তি করা হল হাসপাতালে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডানকুনি থেকে খড়্গপুর যাওয়ার পথে ডানকুনি ও বেলানগরের মাঝে ট্রেন থেকে পড়ে আহত হলেন এক যাত্রী।আহত যাত্রীর নাম চন্দন প্রচন্ড (৫৫)। বাড়ি মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে। জানা গিয়েছে, ডানকুনিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তিনি। বুধবার সকালে বাড়ি ফেরার জন্য ডানকুনি থেকে ট্রেন ধরেন চন্দন বাবু।
দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ট্রেন এলে তাতে উঠে পড়েন। প্রচন্ড ভির থাকায় ট্রেনের দরজাতে ঝুলতে ঝুলতে কিছুটা যেতেই পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে জিআরপির সাহায্যে সহ যাত্রীরা প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারাল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ট্রেনের অন্য যাত্রীরদের অভিযোগ, ট্রেনে অত্যাধিক ভিড় থাকার কারণে তিনি ট্রেন থেকে পড়ে যান। আহত যাত্রীর শ্যালক জগত চৌধুরী বলেছেন, ‘জামাইবাবু ট্রেনে ওঠার পর বলছিলেন এত ভিড়ে কী করে যাওয়া যাবে।
ঠিকমত দাঁড়াতে পারেননি। তার পরেই হঠাৎ তিনি হঠাৎ পড়ে যান।যাত্রীদের অভিযোগ, করোনা সংক্রমণে লাগাম টানতে লোকাল ট্রেন নিয়ন্ত্রন করতে বলেছে সরকার। তাতে ট্রেনে যা ভিড় হচ্ছে, তাতে কি করোনা কমবে! রাজ্যে করোনার কঠোর বিধিনিষেধ জারি হওয়ায় সোমবার থেকে সন্ধ্য সাতটা পর্যন্ত ট্রেন চালানোর কথা প্রথম ঘোষণা করা হয়েছিল। সেই তাড়াহুড়োয় শিয়ালদহ শাখার দমদম এবং বিধান নগর স্টেশনেও অনেক যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও পরে রাত দশটা পর্যন্ত লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।