খেলা-ধূলা
ফিফার বিশেষ সম্মানে সম্মানিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবলে পরিচিতি পেয়েছিলেন বিখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে। তার পর বহু বিখ্যাত ক্লাবে খেলে কেরিয়ারের শেষলগ্নে ফিরে এসেছেন সেই পরনো ক্লাবেই। জিতেছেন একের পর এক শিরোপা।
এবার ফিফার বিশেষ পুরস্কার পেলেন পর্তুগাল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার শিরোপা দখল করেছেন রোনাল্ডো। পর্তুগালের জার্সিতে রেকর্ড সংখ্যক ১১৫টি গোল করেছেন তিনি। এর আগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছিল ইরানের আলি দাইয়ের দখলে। ১০৯টি গোল ছিল তাঁর। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রোনান্ডো। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তাঁরই দখলে রয়েছে। সেকারণে তাঁকে ফিফার তরফে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
পর্তুগিজ তারকা জানিয়েছেন, এই ধরণের পুরস্কার পাওয়া তাঁর কাছে স্বপ্নের মতো। অন্যদিকে, ফিফার বিচারে বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন সেনেগাল ও চেলসির ফুটবলার এডুয়ার্ড মেন্ডি। এছাড়া ফিফার বিচারে বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। পুরুষদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন চেলসির টমাস টুচেল।