দেশের খবর
সংকটজনক লতা মঙ্গেশকর! দেওয়া হল ভেন্টিলেশনে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার আরও অবনতি হল। তাঁকে আইসিইউ-তে ভেন্টিলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গত ২৭ দিন ধরেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৩ বছরের কিংবদন্তি গায়িকা।
করোনা থেকে মুক্ত হয়ে উঠলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি লতা। নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার। শনিবার সকালেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়েছে। আইসিইউতেই তাঁর চিকিৎসা চলছে। তাঁকে পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের কোভিড রিপোর্ট পজেটিভ আসে।
তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। যদিও পরে তাঁর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে আনা হয়। শনিবার হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে। গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’