বাংলার খবর
শুরু হচ্ছে CPIM-এর রাজ্য সম্মেলন, রয়েছে ব্যাপক রদবদলের সম্ভাবনা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২১ এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) কার্যত দলের ভরাডুবি হয়েছে। এরপর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোটের শতাংশ কিছুটা বাড়লেও দলীয় কর্মীদের নিষ্ক্রিয়তার বিষয়টি অস্বস্তি বাড়িয়েছে সিপিএম (CPIM) শীর্ষ নেতৃত্বের। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বামেদের ২৬ তম রাজ্য সম্মেলন।
জানা গিয়েছে, এই সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতির বিষয় গুলি আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও সাংগঠনিক রদবদলের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে, সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এছাড়া উঠে আসছে পলিটব্যুরো সদস্য মহ: সেলিমের নাম।
আরও পড়ুন: ১৬ মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের টিকাপ্রদানের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
মঙ্গলবার প্রমোদ দাশগুপ্ত ভবনে ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে সিপিএমের এই ২৬ তম রাজ্য সম্মেলন। প্রয়াত দুই নেতা নিরুপম সেন ও শ্যামল চক্রবর্তীর নামে সম্মেলন-স্থল ও মঞ্চের নামকরণ করা হয়েছে। তবে নতুন রাজ্য কমিটি থেকে বেশ কিছু পুরনো নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।