বিয়ে করছেন সিপিআইএমের নেতা শতরূপ ঘোষ কিন্তু জানেন ? কে এই পাত্রী
Connect with us

বিনোদন

বিয়ে করছেন সিপিআইএমের নেতা শতরূপ ঘোষ কিন্তু জানেন ? কে এই পাত্রী

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বাম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। সিপিআইএমের নেতা শতরূপ ঘোষের সাত পাকে বাঁধা পড়ার খবর ইতিমধ্যে ভাইরাল

শতরূপ ঘোষ
Rate this post

নিউজ ডেস্ক –  এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বাম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। সিপিআইএমের নেতা শতরূপ ঘোষের সাত পাকে বাঁধা পড়ার খবর ইতিমধ্যে ভাইরাল । শতরূপের অনুগামীরা বেশ উচ্ছ্বাসিত জানা যাচ্ছে, আশুতোষ কলেজে একই সাথে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শতরূপের বান্ধবী। কিন্তু জানেন ? কে এই পাত্রী কাকেই বা মন দিয়ে বসেছে যুবনেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)।

আর এই বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দিলেন, সকলের জুন আন্টি মানে উষসী চক্রবর্তী (Usashi Chakraborty) তিনিও একজন বামমনস্ক অভিনেত্রী।  উষসী চক্রবর্তী (Usashi Chakraborty) তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শতরূপ ঘোষের সাথে ছবি পোস্ট করেন আর ক্যাপশন দেন “শতরূপ আর পহেলীর বিয়ের কাউন্টডাউন শুরু”।

পহেলি সাহা ও বামমনস্ক রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনিও খুব চেনা মুখ, টলি পাড়ায় কলকাতাতে একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থায় জনসংযোগের কাজ করছেন তিনি ।  সূত্রের খবর,  পহেলি ও শতরূপের আলাপ আশুতোষ কলেজ থেকে।

Advertisement

শতরূপ ঘোষ (Shatarup Ghosh) ও পহেলি সাহার প্রি অয়েডিং এর ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ কমবেশি বিভিন্ন চ্যানেলে তর্ক বিতর্ক – এ দেখা যায় । শতরূপের অনুরাগীর সংখ্যাও নিছক কম নয় বিয়ের খবর পেয়ে তার অনুরাগীরা শুভেচ্ছার বার্তা দিয়েই চলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Ushasie Chakraborty (@ushasieofficial)

Advertisement

আরোও পড়ুন – কাটমানি এবার বন্ধ হবে! টাইট দিতে কেন্দ্র সরকার করলো এই পরিকল্পনা

Advertisement
Continue Reading
Advertisement