বাংলার খবর
প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে একগুচ্ছ কর্মসূচী বামেদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার ৮ জুলাই প্রবাদপ্রতিম বাম নেতা তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিনে সারা রাজ্যের পাশাপাশি দেশজুড়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করেছেন বাম সমর্থকরা (CPIM)।
জানা গিয়েছে, বাম আমলের প্রাক্তন এই মুখ্যমন্ত্রীর জন্মদিন পালনে বিভিন্ন সংগঠনের তরফেও উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতিও। দেশের বাম রাজনীতিতে তাঁর সমতূল্য নেতা এখনও বিরল। শুক্রবার সেই কিংবদন্তী নেতা জ্যোতি বসুর ১০৯তম জন্মদিনে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছে দল।
আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানালেন অধীর
https://twitter.com/cpimspeak/status/1545233710081097728?s=20&t=fiqbw3pftIa_5qQHXTI3rA
CPIM কমরেড জ্যোতি বসুকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছে। দলের পক্ষ থেকে ট্যুইটারে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, “জ্যোতি বসু সিপিআই(এম), বাম আন্দোলন এবং ভারতের একজন মহান নেতা ছিলেন। সত্তর বছরের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড তাঁকে দেশের সবচেয়ে বিশিষ্ট বাম নেতা হিসেবে চিহ্নিত করেছে”।
আরও পড়ুন: বুকে ব্যথা ছত্রধর মাহাতর, রিস্ক বন্ডে আনা হচ্ছে কলকাতায়
জ্যোতি বসুর জন্মদিন নিয়ে আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, জন্মদিনেই তাঁর নামাঙ্কিত গবেষণা কেন্দ্র তৈরির কাজ শুরু হবে। ওই কেন্দ্রের নাম হবে ‘জ্যোতি বসু কেন্দ্র’ (Jyoti Basu Birth Anniversary)।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে এই গবেষণা কেন্দ্রটি তৈরির কাজ করবে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ নামে একটি সংস্থা। এই কেন্দ্রে প্রয়াত মুখ্যমন্ত্রীর ব্যবহৃত সামগ্রীর প্রদর্শনী কক্ষ যেমন থাকবে, তেমনই থাকবে আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্যস্তরে কমিউনিস্ট এবং বামপন্থী রাজনীতি সংক্রান্ত দলিলের ভাণ্ডার। যা রাষ্ট্রবিজ্ঞানের গবেষকদের কাজ করার জন্য খোলা থাকবে।