সিপিআই পার্টি অফিসে ছাত্রী নিবাস-ডাক্তারের চেম্বার!
Connect with us

বাংলার খবর

সিপিআই পার্টি অফিসে ছাত্রী নিবাস-ডাক্তারের চেম্বার!

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে সংগঠন একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আগের মতো সেই শক্তি আর নেই। সদস্য, সমর্থকও অনেক কমেছে। তাই সেইভাবে আর চাঁদাও ওঠে না। পাল্লা দিয়ে কমেছে লেভি ও দলের আয়। রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না দলীয় কার্যালয়ের। বিশাল ভবনের কোথাও খসে পড়েছে পলেস্তরা, কোথাও ছাদ চুইয়ে টপ টপ করে পড়ছে জল। তাই সিপিআই-এর জেলা পার্টি অফিস এখন ছাত্রীনিবাস এবং ডাক্তারের চেম্বারে পরিণত হয়েছে! পার্টি অফিস ভবনের রক্ষণাবেক্ষণের খরচ জোগাড় করতে না পারায় বহু স্মৃতিবিজড়িত জেলা দফতর ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআই।

মেদিনীপুরের রবীন্দ্রনগর বিটি কলেজের ঠিক উল্টোদিকেই সিপিআই-এর মেদিনীপুর জেলা কার্যালয়ে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ছাত্রী নিবাস। চালু হয়েছে মেডিক্যাল ইনফোটেক অ্যান্ড ডক্টরস চেম্বার। ছাত্রীদের মেসও খুব শীঘ্রই চালু হবে বলে জানা গিয়েছে। এছাড়া আর কোনও উপায় ছিল না বলেই জানিয়েছেন জেলা সিপিআই-এর এক শীর্ষ নেতা।

সিপিআই রাজ্য কমিটির নেতা তথা প্রাক্তন বিধায়ক সন্তোষ রানাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, ‘পুরনো জেলা পার্টি অফিসের পাশেই আমাদের একটা বড় দফতর তৈরি করা হয়েছিল। এই দুটি ভবনকে একসঙ্গে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছিল না। তাই দলের মধ্যে আলোচনা করেই ছাত্রী নিবাস এবং ডাক্তারদের চেম্বারের জন্য একটি ভবন ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ সিপিআই-এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক অশোক সেন জানিয়েছেন, ‘আসলে আমাদের পুরনো পার্টি অফিসের পিছন দিকটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। সেই কারণেই ভাড়া দেওয়া হয়েছে। তবে সামনের দিকে পার্টির কাজ যেমন ব্যবহার হচ্ছিল তেমনই হবে। নতুন ভবনের পাশাপাশি পুরনো ভবনটিও আমাদেরই থাকছে।’

Advertisement

জেলা সিপিআই নেতৃত্বের কথা অনুযায়ী সিপিআই-এর এই জেলা কার্যালয় ভবনটি ১৯৮৫ সালের ২২ এপ্রিল, দলের তৎকালীন রাজ্য পরিষদের সম্পাদক বিশ্বনাথ মুখোপাধ্যায় শিলান্যাস করেছিলেন। জানা গিয়েছে, তিনতলা ভবনের গোটাটাই ভাড়া দেওয়া হয়েছে। স্থানীয় সিপিআই নেতা-কর্মীরা বলছিলেন, এক সময় এই অফিসে আসতেন বিশ্বনাথ মুখোপাধ্যায়, গীতা মুখোপাধ্যায়, নারায়ণ চৌবে, গুরুদাশ দাশগুপ্ত, প্রবোধ পাণ্ডা’দের মতো দলের হেভিওয়েট নেতা-নেত্রীরা। এই পার্টি অফিস থেকেই এক সময় অবিভক্ত মেদিনীপুরের কমিউনিস্ট পার্টি পরিচালিত হত। শুধু সিপিআই নয়, বামেদের বড় শরিক সিপিআইএম-ও পার্টি অফিস তৈরির জন্য জমি ৬ কোটি টাকায় বিক্রি করে দিয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.