১৬ মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের টিকাপ্রদানের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
Connect with us

দেশের খবর

১৬ মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের টিকাপ্রদানের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টিকাকরণ নিয়ে ফের বড় ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। এবার কিশোর-কিশোরীদের জন্য আগামী ১৬ মার্চ থেকে করোনার টিকা দেওয়ার কথা এদিন টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ( Mansukh Mandaviya)

জানা গিয়েছে, কোভিড (Covid 19 India) মুক্ত থাকতে এবার ছোটদের টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেইমতো আগামী ১৬ মার্চ থেকে ১২-১৫ বছর বয়সীদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে ওই দিন থেকে ৬০ বছর বয়সীদের জন্য বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সীদের এবার বায়োলজিক্যাল ই-কর্বোভ্যাক্স টিকা দেওয়া হবে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য উপ নির্বাচনের দিন বদলের আর্জি, কমিশনকে চিঠি রাজ্যের

Advertisement

<blockquote class=”twitter-tweet”><p lang=”hi” dir=”ltr”>बच्चे सुरक्षित तो देश सुरक्षित!<br><br>मुझे बताते हुए खुशी है की 16 मार्च से 12 से 13 व 13 से 14 आयुवर्ग के बच्चों का कोविड टीकाकरण शुरू हो रहा है।<br><br>साथ ही 60+ आयु के सभी लोग अब प्रिकॉशन डोज लगवा पाएँगे।<br><br>मेरा बच्चों के परिजनों व 60+ आयुवर्ग के लोगों से आग्रह है की वैक्सीन जरूर लगवाएँ।</p>&mdash; Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) <a href=”https://twitter.com/mansukhmandviya/status/1503284436284100610?ref_src=twsrc%5Etfw”>March 14, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

অন্যদিকে, গত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে ১৬ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের কর্মসূচি। এই কর্মসূচিতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা নিয়েছেন প্রায় ৪০ লাখ মানুষ। এদিকে গত বছর থেকেই করোনা মোকাবিলায় দেশজুড়ে শুরু হয়েছে গণ টিকাকরণের কাজ। ভারত বায়োটেক এবং সিরামের তৈরি ভ্যাক্সিন যথা কোভ্যাক্সিন (Covaxine), কোভিশিল্ড (Covishield) টিকা গ্রহণের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এছাড়াও বর্তমানে দেশে রাশিয়ার (Russia) তৈরি স্পুটনিক-ভি সহ ZyCoV-1ভ্যাকসিন গ্রহণেরও ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

Advertisement