দেশের খবর
দেশে লাগামহীন করোনা, লাফিয়ে বাড়ছে সংক্রমণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে করোনার ঊর্ধ্বগতি বাধাহীন। হু হু করে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। চিন্তায় রাখছে পজিটিভিটি রেটও।
সোমবার স্বাস্থ্যমন্ত্রকের করোনার বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন। যা রবিবারের তুলনায় বেশ খানিকটা কম। এনিয়ে গত তিনদিন ধরেই দৈনিক করোনায় আক্রান্ত ৮ হাজারের বেশি। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০ জন, রবিবার এই সংখ্যা ছিল মাত্র ৪। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৪৭ হাজার ৯৯৫ জন। অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.১১ শতাংশে। দৈনিক পজিটিভিটি রেট ৩ শতাংশ পেরিয়েছে। এই মুহূর্তে তা ৩.২৪ শতাংশ। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৭১ জন।
তবে এর মধ্যে দেশের বড় শহরগুলিতে বাড়ছে করোনার উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে ৭৩৫ জন, কলকাতায় ১২৩ জন, চেন্নাইয়ে ১২৪ জন ও বেঙ্গালুরুতে ৪২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, মুম্বই শহরেই ১ হাজার ৮০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।